১০ বছর পর রঞ্জিতে ফিরে রোহিতের ৩ রান, জয়সোয়াল–গিল–পন্তরাও ব্যর্থ
রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি মুম্বাই। এমন ম্যাচের খোঁজ সাধারণত খুব বেশি মানুষ রাখেন না। কিন্তু মুম্বাইয়ের শারদ পাওয়ার স্টেডিয়ামে শুরু এই দুই দলের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। ১০ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন রোহিত শর্মা—বড় কারণ এটাই।
তবে ব্যাট হাতে দুঃস্বপ্নের এক অস্ট্রেলিয়ার সফর কাটিয়ে আসা ভারত অধিনায়কের ব্যাট হাসেনি মুম্বাইয়ের হয়েও। যশস্বী জয়সোয়ালের সঙ্গে মুম্বাইয়ের ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩ রানই করতে পেরেছেন রোহিত। রোহিত আজ ফিরেছেন কাশ্মীরের পেসার উমর নাজিরের বলে পরশ ডোগরাকে ক্যাচ দিয়ে।
১৯ বল খেলা রোহিত ‘৩’ সংখ্যাটার সঙ্গে সম্ভবত বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন! সর্বশেষ ৭ ইনিংসে যে এ নিয়ে চতুর্থবার ৩ রানে কাটা পড়লেন। অস্ট্রেলিয়ায় বিপক্ষে তিন টেস্টে দুবার ৩ রানে ফিরেছেন, রোহিত ৩ রান করে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষেও। ব্যাট হাতে তিন টেস্টে ৫ ইনিংসে ৩১ রান করার পর সিডনিতে শেষ টেস্টের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত।
রোহিতের জাতীয় দল সতীর্থ জয়সোয়ালও খুব বেশি রান করতে পারেননি, ফিরেছেন মাত্র ৪ রান করেই। ভারতের জাতীয় দলের আরও তিন খেলোয়াড় অজিঙ্কা রাহানে (১২), শ্রেয়াস আইয়ার (১১) ও শিবম দুবেও (০) ফিরেছেন অল্প রানে।
এই প্রতিবেদন লেখার সময় রোহিতদের মুম্বাই ৭ উইকেটে করেছে ৭২ রান। সপ্তম উইকেট অবশ্য পড়েছিল ৪৭ রানেই। এরপর তানুশ কোটিয়ানকে নিয়ে বাঁধ দিয়েছেন শার্দুল ঠাকুর।
রোহিত-জয়সোয়ালদের ব্যর্থতার দিনে রান পাননি শুবমান গিলও। বেঙ্গালুরুতে কর্ণাটকের বিপক্ষে ৪ রানে ফিরেছেন পাঞ্জাব অধিনায়ক। ভারত জাতীয় দলের আরেক খেলোয়াড় ঋষভ পন্ত দিল্লির প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১ রান। রাজকোটে রবীন্দ্র জাদেজাদের সৌরাষ্ট্রের বিপক্ষে খেলছেন পন্তরা।
অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা দেয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকারা ছাড়া জাতীয় দল ও আশপাশে থাকা সবাই তাই খেলছেন রঞ্জিতে। ১২ বছর রঞ্জি ট্রফিতে না খেলা বিরাট কোহলি এই রাউন্ডে না খেললেও দিল্লির হয়ে পরের ম্যাচে মাঠে নামবেন।