স্বপ্ন থেকে জেগে ওঠার পরামর্শ দেওয়া হাথুরুই বললেন, ‘লক্ষ্য সেমিফাইনাল’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেছবি: আইসিসি

সংবাদ সম্মেলনে কালো চশমা পরে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে প্রশ্নের উত্তরে সাদা–কালো কিছু বলেননি। শোনালেন রঙিন আশার কথা। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মতো শক্তি আছে বাংলাদেশ দলের। আর এটাই বাংলাদেশ কোচ হাথুরুসিংহের প্রথম লক্ষ্য।

আরও পড়ুন

ধর্মশালায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, দলের ভারসাম্য ও বাস্তবতা বিচারে এবারের বিশ্বকাপে কী আশা করছে বাংলাদেশ?

হাথুরুসিংহের উত্তর, ‘সবাই তো বিশ্বকাপ জিততে চায়। তবে বাস্তবতা বিচারে ৪ থেকে ৫টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের দলটা এই লক্ষ্য পূরণ করার মতোই। আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা।’

বাংলাদেশ দলের অনুশীলনে তাওহিদ হৃদয়। পাশেই হাথুরুসিংহে। আজ ধর্মশালায়
ছবি: এএফপি

হাথুরুসিংহে এই উত্তর দেওয়ার পর স্বাভাবিকভাবেই কিছুদিন আগের একটি প্রসঙ্গ উঠে আসার কথা এবং ঘটেছেও ঠিক তাই। মাঝে একটি প্রশ্নের পরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে কেউ বড় স্বপ্ন দেখলে ঘুম থেকে জেগে উঠুক। এই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ কোচের কাছে।

আরও পড়ুন

এই প্রসঙ্গে কিছুদিন আগের সেই সাক্ষাৎকারের ব্যাপারটি জানিয়ে রাখা ভালো। প্রথম আলোয় গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত সে সাক্ষাৎকারে এক প্রশ্নের দীর্ঘ উত্তরে একটি জায়গায় এসে হাথুরুসিংহে বলেছিলেন, ‘...বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ তিনটি ম্যাচ জেতাই। তা কেউ যদি এখন এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তাহলে আমি তাঁকে বলব, ‘ঘুম থেকে জেগে উঠুন।’

সংবাদ সম্মেলনে আজ হাথুরুসিংহে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশার কথা জানানোর পর স্বাভাবিকভাবেই সেই সাক্ষাৎকারে বলা কথার প্রসঙ্গ উঠেছিল। জানতে চাওয়া হয়েছিল, সাক্ষাৎকারে সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে চান কি না? হাথুরুসিংহে উত্তর দিয়েছেন এক বাক্যে, ‘খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমানোই আমার কাজ।’

বাংলাদেশের অনুশীলনে লিটন দাসের সঙ্গে কথা বলছেন হাথুরুসিংহে
ছবি: এএফপি

হাথুরুসিংহেকে পরের প্রশ্নটাই করা হয়, বাংলাদেশ দল কি তাহলে এখনো বড় কিছু করার স্বপ্ন দেখছে? বাংলাদেশ কোচ এ প্রশ্নের উত্তরে যেন দার্শনিক বনে গেলেন, ‘লোকে স্বপ্ন দেখে। লোকে লক্ষ্য স্থির করে—যে শব্দই ব্যবহার করুন না কেন, ব্যাপারটা আসলে একই। আমরা বিশ্বকাপে ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই। আমার লক্ষ্য এটাই। যেটা এইমাত্র তাকে (সাংবাদিক) বললাম, লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা। এটাকে আপনি স্বপ্ন কিংবা লক্ষ্য, যা খুশি বলতে পারেন।’