টেন্ডুলকারকে লাবুশেন কেন ‘শচীন স্যার’ বললেন না—ভক্তদের প্রশ্ন

কিংবদন্তি ভারতীঢ ক্রিকেটার শচীন টেন্ডুলকারফাইল ছবি

শচীন টেন্ডুলকার একটি টুইট করেছেন। কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরায় টেন্ডুলকারের আনন্দ দেখে ভালো লেগেছে মারনাস লাবুশেনের। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান তাই টেন্ডুলকারের সেই টুইটে একটি মন্তব্য করেন। তিনি কি আর জানতেন, এই মন্তব্য করে ভারতীয় ক্রিকেটপ্রেমী তথা টেন্ডুলকার–ভক্তদের তোপের মুখে পড়বেন!

কমনওয়েলথ গেমসে ২৪ বছর পর আবার অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। কাল মেয়েদের টি–টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরতে দেখে ভালো লাগছে। আশা করছি, এটা আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেবে। কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের মেয়েদের জন্য শুভকামনা রইল।’

আরও পড়ুন

টেন্ডুলকারের টুইটে লাবুশেনের মন্তব্যটা ছিল এ রকম, ‘সহমত শচীন, অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ দিয়ে শুরু, এটা বেশ রোমাঞ্চকর।’ মন্তব্যটা খু্বই সাদামাটা। উল্টাপাল্টা কিছু নেই এতে বা টেন্ডুলকারের বিপক্ষেও কিছু বলেননি লাবুশেন।

এরপরও টেন্ডুলকার–ভক্তদের কাছে মন্তব্যটি ভালো না লাগার কারণ একটাই। লাবুশেন টেন্ডুলকারকে শুধুই ‘শচীন’ বলে সম্বোধন করেছেন। এখানে টেন্ডুলকারের প্রতি অশ্রদ্ধা করা হয়েছে বলেই মনে করেন তাঁরা।

আরও পড়ুন
অস্ট্রেলিয়ার ক্রিকেটা্র মারনাস লাবুশেন
ছবি: এএফপি

টেন্ডুলকারকে লাবুশেন কেন ‘শচীন স্যার’ বললেন না, এটাই তাঁর ভক্তদের প্রশ্ন। একজন তো লাবুশেনের এই আচরণে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ‘তাঁর যখন অভিষেক হয়েছে, তুমি তখন নেপি পরতে, তাই কিছু শ্রদ্ধা দেখাও তাঁকে!’

টেন্ডুলকার–ভক্তরা যে কী পরিমাণ রেগে গেছেন, আরও দু–একটা মন্তব্য দেখলে সেটা ভালো করে স্পষ্ট হবে। একজন তো লাবুশেনকে আচার–আচরণ ভালো করে শেখার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘সঠিক আচরণ করতে শেখো। শচীন স্যার তোমার বাবার মতো। আর অবশ্যই শচীন স্যার ক্রিকেটের ঈশ্বর। তাই তাঁকে “স্যার” বলো।’

লাবুশেনকে টেন্ডুলকার–ভক্তদের তোপ দাগা এখানেই শেষ নয়। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘“শচীন” বললে? ভারতের কোনো খেলোয়াড় তাঁর সঙ্গে এভাবে কথা বলে না। কিছু শ্রদ্ধা তো দেখাও।’ আরেকজন লিখেছেন, ‘মারনাস, কিছু শ্রদ্ধা দেখাও। তিনি একজন কিংবদন্তি এবং ভারতকে গর্বিত করেছেন। এ ছাড়া তিনি তোমার সিনিয়রও।’

কমনওয়েলথ গেমস ক্রিকেটে অবশ্য ভারতের মেয়েদের শুরুটা ভালো হয়নি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করে ভারত। একটা সময় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেললেও ৬ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা।

আরও পড়ুন