বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষেছবি: এএফপি

অবশেষে জানা গেল ২০২২ এশিয়া কাপ ক্রিকেটের সূচি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ গ্রুপিং ও সূচি চূড়ান্ত করেছে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ফাইনালে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এশিয়া কাপ শুরুর আগে বাছাইপর্বে অংশ নেবে হংকং, কুয়েত, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত হবে বাছাইপর্ব।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।

কোন গ্রুপে কারা

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ার

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান

প্রথম পর্বের সূচি

সুপার ফোর ও ফাইনাল

* সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়