এবার হায়দরাবাদের অধিনায়ক কামিন্স

প্যাট কামিন্সএএফপি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এক যুগ পেরিয়ে গেছে। এ সময়ে ম্যাচ খেলেছেন মাত্র ৫২টি। সর্বশেষ দেড় বছরে সংখ্যাটা মাত্র ২। টি-টোয়েন্টি জগৎ থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকা সেই প্যাট কামিন্সকেই অধিনায়কত্ব দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

গত বছর অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া এই পেসার এবারই প্রথম হায়দরাবাদের হয়ে খেলবেন। এবারের আইপিএলে কামিন্সই হতে যাচ্ছেন একমাত্র বিদেশি অধিনায়ক। বাকি ৯ দলের নেতৃত্ব আছেন ভারতীয়রা।

আরও পড়ুন

হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটির জন্য বিদেশি অধিনায়ক অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ সাল থেকে আইপিএলে অংশ নেওয়া দলটির দশম অধিনায়ক কামিন্স। প্রথম নয়জনের মধ্যে ভুবনেশ্বর কুমার ও মনীশ পান্ডেই শুধু ভারতীয়। সেই দুজনও আবার ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে। বাকি ৮ জনের মধ্যে ২০১৪ আসরে ৪ ম্যাচ ভারপ্রাপ্ত ছিলেন ড্যারেন সামি। অন্যরা পুরো মৌসুমের জন্যই দায়িত্ব পেয়েছিলেন।

১২ আসরে ১০ অধিনায়ক পাওয়া হায়দরাবাদ এ নিয়ে টানা তৃতীয় মৌসুম নতুন অধিনায়ক নিয়ে খেলতে যাচ্ছে। ২০২২ সালে নেতৃত্বে ছিলেন কেইন উইলিয়ামসন, ২০২৩ সালে এইডেন মার্করাম। প্রোটিয়া ব্যাটসম্যান মার্করাম হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটির দক্ষিণ আফ্রিকার দল সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের নেতৃত্বে আছেন। যে দলটি এসএ টোয়েন্টিতে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে।

মার্করাম গত মাসে শেষ হওয়া এসএ টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলেও আইপিএলে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অবশ্য কামিন্স দলে থাকলে তাঁকে নেতৃত্ব না দেওয়াও কঠিন। টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি না থাকলেও সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল অধিনায়ক কামিন্স। গত বছর তাঁর নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যার ছাপ পড়ে আইপিএল নিলামে। আইপিএল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে কামিন্সের দাম ২০ কোটি রুপি ছাড়ায়। যদিও এর কিছুক্ষণ পরই কামিন্সকে ছাড়িয়ে সবচেয়ে বেশি দামে (২৪.৭৫ কোটি) বিক্রি হন তাঁরই জাতীয় দল সতীর্থ মিচেল স্টার্ক।

আরও পড়ুন

কামিন্সকে নিয়ে হায়দরাবাদের আগ্রহের অন্যতম কারণ যে তাঁর নেতৃত্বগুণ, সেটি তাঁকে দায়িত্ব দেওয়াতেই স্পষ্ট। এবারের আইপিএলের জন্য অধিনায়ক বদলেছে মুম্বাই ইন্ডিয়ানস আর গুজরাট টাইটানসও। পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিয়েছে মুম্বাই। আর পান্ডিয়ার ছেড়ে আসা গুজরাটের অধিনায়ক হয়েছেন শুবমান গিল। অন্যদের মধ্যে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে গতবার খেলতে না পারা ঋষভ পন্ত দিল্লির অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন।

দিল্লির অধিনায়ক হয়েই মাঠে ফিরবেন ঋষভ পন্ত
বিসিসিআই

একইভাবে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ফিরছেন শ্রেয়াস আইয়ার। অন্যান্যের মধ্যে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কত্ব নিয়ে কিছু জানায়নি। গত মৌসুমে এই দলগুলোর দায়িত্বে ছিলেন যথাক্রমে সঞ্জু স্যামসন, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।

এদিকে গত আসরে ১০ দলের মধ্যে দশম হিসেবে টুর্নামেন্ট শেষ করা হায়দরাবাদ এবার কোচও বদলেছে। ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে।

আরও পড়ুন