গিলের জোড়া রেকর্ডের দিনে নায়ারের ফিফটি
ওভালে সর্বশেষ ২১টি প্রথম শ্রেণির ম্যাচেই টসে জেতা দল আগে ব্যাটিং করেনি, নিয়েছে বোলিং। সেই ধারা মেনে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপও কাল বলই হাতে তুলে নিয়েছেন, ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতকে। মেঘলা আকাশের নিচে বোলারদের সুবিধা পাওয়ার যে উদ্দেশ্য থেকে বোলিং নেওয়া, সেটি ভালোই কাজে লাগিয়েছেন জশ টাং, গাস অ্যাটকিনসনরা।
ওভালে ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’র পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দিনে সব মিলিয়ে খেলা হয়েছে ৬৪ ওভার। তাতে ভারত করেছে ২০৪ রান। করুন নায়ার ৫২ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রানে ব্যাট করছেন।
৬ উইকেট হারিয়ে ফেলার দিনটি ভারত অধিনায়ক শুবমান গিলের জন্য স্মরণীয় হয়ে থাকার কথা। ৩৫ বলে ২১ রানের ছোট ইনিংস খেলার পথেই দুটি নতুন রেকর্ড গড়েছেন গিল। রানের খাতা খুলেই গড়েছেন সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭২৩), ১১তম রানটি নিয়ে গড়েছেন ভারত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৩৩)।
প্রথমটিতে পেছনে ফেলেছেন গ্যারি সোবার্সের ৫৯ বছরের রেকর্ড, দ্বিতীয়টিতে সুনীল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। গিলের দুই রেকর্ডের ইনিংসটা থেমেছে নিজেরই ভুলে। গাস অ্যাটকিনসনের বল সামনে খেলেই রানের জন্য দৌড় দিয়েছিলেন, নাগালে পাওয়া বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দিতে ভুল করেননি ইংলিশ পেসার।
দ্বিতীয় সেশনে মাত্র ৬ ওভারের খেলা হতে পেরেছে, সে সময়েই ফিরেছেন গিল। এর আগে দিনের প্রথম সেশনে দুটি এবং পরে দিনের তৃতীয় সেশনে তিন উইকেট হারায় ভারত।
তবে সুন্দরকে নিয়ে দিনের শেষ দিকে ভারতকে আর কোনো উইকেট হারাতে দেননি নায়ার। সিরিজে আগের ছয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করা এই ব্যাটসম্যান অপরাজিত ফিফটি করে।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৬ (নায়ার ৫২*, সুদর্শন ৩৮, গিল ২১; অ্যাটকিনসন ১/৩১, টাং ২/৪৭)।