কোহলি-আনুশকার দ্বিতীয় সন্তান, এটাই তাহলে কোহলির লম্বা বিরতির কারণ

স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলিবিসিসিআই

তাহলে এবি ডি ভিলিয়ার্সই ঠিক কথাটি বলেছিলেন!

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিরাট কোহলি কেন নেই, সে প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে কোহলির বন্ধু ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেছিলেন, দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষায় আছেন কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও এরপর নিজের দেওয়া সে তথ্যকে ‘ভয়ানক ভুল’ বলেছিলেন ডি ভিলিয়ার্স।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও আনুশকার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে পুত্রসন্তানকে স্বাগত জানানোর কথা বলেছেন কোহলি। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর দিন জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান, যার নাম রাখা হয়েছে ‘অকায়’।

কোহলির আইডি থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুন্দর সময়ে আমরা আপনাদের আশীর্বাদ ও শুভকামনা প্রত্যাশা করছি। এই সময়ে আমরা আপনাদের কাছ থেকে গোপনীয়তার প্রতি সম্মান আশা করছি। ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

গত ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে কোহলির সরে যাওয়ার কথা জানায় বিসিসিআই। দলের সঙ্গে যোগ দিতে সেদিন সকালে হায়দরাবাদে পৌঁছালেও আবার ফিরে যান কোহলি। বিসিসিআই বলেছিল, কোহলি অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলেন। তবে কোহলি ঠিক কী কারণে খেলছেন না, তা খোলাসা করা হয়নি।

এর আগে প্রথম সন্তান জন্মের সময় ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের শেষ তিন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তখনকার অধিনায়ক কোহলি। সেবার তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে।

এবার শুরুতে কোহলির মা অসুস্থ বলে তিনি খেলছেন না, এমন গুঞ্জন ছড়ালেও সেটি গুজবে পরিণত হয়। এরপর ডি ভিলিয়ার্স সেই কথা বলে আবার ফিরিয়ে নেন। এদিকে কোহলি ইংল্যান্ডের বিপক্ষে এ সিরিজে আর ফিরছেন না, এমন খবরও আসে ভারতের সংবাদমাধ্যমে। এরই মধ্যে কোহলিকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ ৩ টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। ফলে কোহলি ফিরবেন কি না, সে আলোচনা কার্যত শেষ হয়ে যায় সেখানেই।

রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু ২৩ ফেব্রুয়ারি। ৭ মার্চ ধর্মশালায় শুরু শেষ ম্যাচ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।