দেখে নিন বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

চট্টগ্রামে চারটি ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সশামসুল হক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চট্টগ্রাম পর্বের। আজ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

১৩ থেকে ২০ ফেব্রুয়ারি, এই আট দিনে চট্টগ্রামে হবে ১২টি ম্যাচ। স্বাগতিক চট্টগ্রাম ঘরের মাঠে খেলবে চারটি ম্যাচ। কুমিল্লার বিপক্ষে খেলার পর অন্য তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।

আরও পড়ুন

৪৬ ম্যাচের বিপিএলে এ পর্যন্ত ম্যাচ হয়েছে ২৮টি। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর। সাত ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১০। আট ম্যাচে চট্টগ্রামের পয়েন্টও ১০। তবে নেট রান রেটে এগিয়ে আছে কুমিল্লা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল আছে চারে। সাত ম্যাচে সমান ৮ পয়েন্ট পাওয়া খুলনা পাঁচে। নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ঢাকা।

সাত দলের লিগ পর্ব শেষে প্লে-অফ পর্বে উঠবে শীর্ষ চার দল। প্রথম ও দ্বিতীয় দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় ও চতুর্থ দল এলিমিনেটরে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল উঠে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দল এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে।

আরও পড়ুন