বিপিএলে চ্যাম্পিয়ন দল পাচ্ছে কত টাকা

কে পাবেন ২ কোটি টাকাছবি: বিসিবি

বিপিএলের ফাইনালে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্স। সবার মধ্যেই কৌতূহল, কে হতে যাচ্ছে বিপিএলে এবারের চ্যাম্পিয়ন। কুমিল্লা ভিক্টোরিয়ানস কি চতুর্থবারের মতো বিপিএল-সেরা হতে পারবে, নাকি প্রথমবারের মতো শিরোপায় হাত রাখবে সিলেট স্ট্রাইকার্স। তবে তার আগে জেনে নিন বিপিএলে চ্যাম্পিয়ন দল অর্থ পুরস্কার হিসেবে পেতে যাচ্ছে কত টাকা।

মাশরাফির নেতৃত্বে বিপিএলে প্রথমবারের মতো ফাইনালে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি
ছবি: শামসুল হক

আগেই জানা গেছে, এবার অর্থ পুরস্কার দ্বিগুণ বেড়েছে। ২০২২ মৌসুমের বিপিএল চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস অর্থ পুরস্কার পেয়েছিল এক কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। এবার ফাইনালে উঠেই কোটি টাকা নিশ্চিত করেছে কুমিল্লা আর সিলেট। এখন লড়াইটা সেই অঙ্ক দ্বিগুণ করা নিয়ে। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা, রানার্সআপ দল ১ কোটি টাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস কি পারবে চতুর্থবারের মতো শিরোপা জিততে
ছবি: শামসুল হক

ফাইনালের সেরা খেলোয়াড় পাচ্ছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার ১০ লাখ টাকা। সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি দুজনই পাবেন ৫ লাখ টাকা করে। সেরা ফিল্ডারেরও পুরস্কার আছে—তিনি পাবেন ৩ লাখ টাকা।

এবারের বিপিএলে প্রতিটি লিগ ম্যাচেরই ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ১ লাখ টাকা করে পেয়েছেন। দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে সেটি বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ টাকা।

বিপিএলে অর্থ পুরস্কার দ্বিগুণ হয়েছে এবার
ছবি: প্রথম আলো

৬ জানুয়ারি শুরু হয়েছিল বিপিএলের নবম আসর। ব্যক্তিগত পারফরম্যান্সে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়েছেন দেশি ক্রিকেটাররাও। ৪৫২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে সিলেট স্টাইকার্সের নাজমুল হোসেন। সবচেয়ে বেশি (১৬) উইকেট কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। এরপরই আছেন সিলেটের পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

বিপিএলে এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালে এই প্রথম খেলছে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি।