ফাস্ট বোলারদের জন্য বিমানযাত্রায় বিজনেস ক্লাস ছেড়েছেন দ্রাবিড়–রোহিত–কোহলি

হার্দিক পান্ডিয়ার জন্য নিজেদের বিজনেস ক্লাসের আসন ত্যাগ করেছেন রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলিছবি: এএফপি

পেস বোলারদের জন্য ম্যাচের পর পরিপূর্ণ বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে সবচেয়ে বেশি চোটপ্রবণ তাঁরাই। পায়ের মাংসপেশি আর পিঠের চোটে সবচেয়ে বেশি পড়েন পেস বোলাররা। ভারতীয় ক্রিকেট দল এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পেসারদের সুযোগ–সুবিধা ও পর্যাপ্ত বিশ্রামের জন্য একটু বাড়তি সচেতনই। দলের পেসাররা যেন আকাশযাত্রায় একটু আরাম করতে পারেন, এর জন্য নিজেদের বিজনেস ক্লাসের আসন ছেড়ে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াজুড়েই হচ্ছে। আজ মেলবোর্নে খেলা থাকলে পরদিনই উড়ে যেতে হচ্ছে অ্যাডিলেডে; সেখান থেকে পার্থ, এরপরই হয়তো সিডনি কিংবা হোবার্ট। দু–এক দিন পরপরই দলগুলোকে দৌড়াতে হয়েছে বিমান ধরার জন্য বিমানবন্দরে। খেলার পর দলের পেসাররা যেন বিমানে কিছুটা আরাম করে যেতে পারেন, সে জন্যই নিজেদের আরাম ত্যাগ করার সিদ্ধান্ত রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

ভারতীয় দলে বিজনেস ক্লাসে বসার অধিকার শুধু এই তিনজনেরই। মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার কিংবা হার্দিক পান্ডিয়ারা সাধারণত যাতায়াত করেন ইকোনমি ক্লাসে। কিন্তু দ্রাবিড়রা মনে করেছেন, ম্যাচের পর আকাশযাত্রায় এই পেসারদেরই বাড়তি আরাম বেশি প্রয়োজন। ইকোনমি ক্লাসে পা রাখার জায়গা কম থাকে, সে তুলনায় বিজনেস ক্লাসে সেই সুবিধা অবাধ। তাই দলের স্বার্থেই ভারতীয় ক্রিকেট দলের থিঙ্কট্যাংকের এমন ত্যাগস্বীকার।

পেসারদের নিয়ে আলাদা করে ভাবছে ভারত
ছবি: বিসিসিআই

দলের একজন সাপোর্ট স্টাফের বরাত দিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বিশ্বকাপের আগেই নাকি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু পেস বোলারদের ম্যাচের দিন সবচেয়ে বেশি সময় দৌড়াতে হয়, তাই বিশ্রামে তাঁদের পা ছড়িয়ে বসার প্রয়োজন সবচেয়ে বেশি। তাই বিমানযাত্রায় তাঁরা যেন কিছুটা হাত–পা ছড়িয়ে বসে যেতে পারেন, সে কারণেই নিজেদের বিজনেস ক্লাসের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিত আর কোহলি।

আইসিসির যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিটি দলের জন্য চারটি বিজনেস ক্লাসের আসন বরাদ্দ থাকে। এটা আইসিসির নিয়ম। বেশির ভাগ দলই এই সুবিধা দিয়ে থাকে প্রধান কোচ, অধিনায়ক, সহ–অধিনায়ক ও ম্যানেজারকে। ভারতীয় দলে এটি বরাদ্দ ম্যানেজার, কোচ দ্রাবিড় ও দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য।

এবারের বিশ্বকাপে ভারত যদি ফাইনালে পৌঁছায়, তাহলে অস্ট্রেলিয়ার মধ্যেই তাদের আকাশযাত্রা দাঁড়াবে ৩৪ হাজার কিলোমিটারে। একই সঙ্গে এই আকাশযাত্রায় তারা তিনটি আলাদা সময় অঞ্চলের মধ্যেও থেকেছে। যে ভেন্যুগুলোতে তারা খেলেছে, সেই শহরেও ছিল ভিন্ন ভিন্ন আবহাওয়া। কোনো শহরে তারা গরম পেয়েছে, কোনোটিতে বাতাস কিংবা তীব্র শীত। এমন অবস্থায় পেসারদের নিয়ে চোটের শঙ্কা সব সময়ই ছিল।

মোহাম্মদ শামি
বিসিসিআই

ভারতীয় দলের পেস বোলিং কোচ পরশ মামব্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘পরিকল্পনার সময় সবকিছুই মাথায় রেখেছি আমরা। পেসারদের নিয়ে আলাদা করে পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ম্যাচে তারা যেন নিজেদের সেরা শারীরিক অবস্থা নিয়ে খেলতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে।’

বিশ্বকাপে ভারতীয় দলের সূচি কেমন ছিল, সেটির উদাহরণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। শ্বাসরূদ্ধকর সেই ম্যাচ জয়ের পরদিন সকালে ঘুম থেকে উঠেই তাদের মেলবোর্ন থেকে উড়াল দিতে হয়েছে। ব্যাপারটা এমন ছিল, প্রতিটি ম্যাচ খেলতে খেলোয়াড়দের হোটেল ছাড়তে হয়েছে নিজেদের মালপত্র গুছিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে অনেক খেলোয়াড়ই ঘুমের জন্য পর্যাপ্ত সময় পাননি।