‘শুভ জন্মদিন...আমাদের হৃদয়ে থাকবে’, ওয়ার্নের জন্মদিনে তাঁর অ্যাকাউন্ট থেকে টুইট

শেন ওয়ার্ন (১৯৬৯–২০২২)ছবি: ইনস্টাগ্রাম

আজ সেই দিন।

সব দিনই কারও না কারও কাছে বিশেষ কিছু। কোনো একটা উপলক্ষ বয়ে আনে। ক্রিকেটপ্রেমীদের জন্যও আজকের দিনটা তেমনই। আজ এমন একজনের জন্মদিন, যাঁকে ক্রিকেটপ্রেমীরা মনের ভুলে এখনো মাঠে, গ্যালারিতে কিংবা ধারাভাষ্যকক্ষে খুঁজে ফেরেন। কিংবা কোনো ভিডিওবার্তায়, সংবাদমাধ্যমে বিশ্লেষক হিসেবে।

হুট করে ভুলটা ধরে ফেলার পর কেউ কেউ হয়তো আফসোসও করেন, ইশ্‌! যদি শোনা যেত শেন ওয়ার্ন মারা যাননি!

গত ৪ মার্চ থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তির আজ জন্মদিন। তাঁর ভক্তরা দিনটি অবশ্যই উদ্‌যাপন করছেন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ওয়ার্নাকে শ্রদ্ধা জানিয়ে নানা রকম পোস্ট করা হচ্ছে। কেউ কেউ হয়তো ওয়ার্নের টুইটার অ্যাকাউন্টেও ঢুঁ মেরেছেন। দীর্ঘদিনের অভ্যাস তো, তাই। আর ওয়ার্নের টুইটার অ্যাকাউন্টে গিয়েই ভক্তদের চক্ষু চড়কগাছ—তাঁর নতুন টুইট!

কিংবদন্তি মারা যাওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত ছিল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। কিন্তু আজ ওয়ার্নের ৫৩তম জন্মদিনে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘জীবনে কী গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ধারণা দেয় নিজের কর্ম। এটা আসলে জীবনের প্রাচুর্যতাকেই বোঝায়, যার মধ্যে রয়েছে নিজের অর্জন এবং মানুষের মনে কতটা প্রভাব রাখা গেল। শেনের রেখে যাওয়া কাজগুলো থাকবে। শুভ জন্মদিন, সব সময় আমাদের হৃদয়ে থাকবে।’

স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ওয়ার্নের মৃত্যুর পর তাঁর জন্মদিনে কে টুইট করলেন? সংবাদমাধ্যম জানিয়েছে, শেন ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে টুইটটি করা হয়েছে। ওয়ার্নের সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এখন তাঁর পরিবারের হাতে। ইনস্টাগ্রামেও ওয়ার্নের জন্মদিনে একই পোস্ট করা হয়। তাঁর দুই মেয়ে ব্রুক ও সামার বাবাকে নিয়ে মন্তব্য করেন সেখানে। দুই মেয়েই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাবার স্মৃতিচারণা করে আবেগময় ভাষায় ছবি পোস্ট করেছেন।

ওয়ার্নের বড় মেয়ে সামার ওয়ার্ন তাঁর ইনস্টাগ্রামে করা পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। আজ ৫৩ বছরে পা রাখলে। ২০ বছরের স্মৃতির জন্য ধন্যবাদ, যা আমি সারা জীবন মনে রাখব। যদি আরও কিছুদিন এই পৃথিবীতে তোমার সঙ্গে থাকতে পারতাম, যদি একটু জড়িয়ে ধরতে পারতাম! অন্তত আরেকবার তোমার হাসিমুখ দেখতে আমি সব করতে পারি। সব সময় তোমাকে মিস করব বাবা, ভালোবাসি।’

ব্রুক ওয়ার্নার বাবাকে নিয়ে ৪ সেপ্টেম্বর সর্বশেষ পোস্ট করেন, যেদিন ওয়ার্নের মৃত্যুর ৬ মাস পূর্ণ হয়। সে পোস্টে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ব্রুক লিখেছেন, ‘ছয় মাস হয়ে গেল বাবাকে হারিয়েছি। পৃথিবী ও স্বর্গ মিলিয়ে সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। আজকের দিনটা তোমার জন্য, বাবা। তুমিই আমাদের ধ্রুবতারা, সব সময় তা–ই থাকবে। তোমাকে প্রতিদিনই মনে পড়ে বাবা। সব সময় ভালোবাসি।’