নিউজিল্যান্ড যাওয়ার আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প

বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় মাহমুদউল্লাহপ্রথম আলো

নিউজিল্যান্ড সফরের আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করার কথা চিন্তা করছে বিসিবি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে এ পরিকল্পনা তাদের।
বৃষ্টির কারণে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প বাধাগ্রস্ত হওয়ায় দেশের বাইরে ক্যাম্প করার ভাবনা, এমন জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।


গতকাল থেকে শুরু প্রস্তুতি ক্যাম্পটি চলার কথা ছিল আগামীকাল পর্যন্ত। আজ সেটিই দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে ম্যাচ আবহে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ইনডোর ও জিমনেসিয়ামেই সময় কাটিয়েছেন তারা।

আরও পড়ুন

দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে মিটিং করেন নাজমুল। পরে বিসিবির কয়েকজন পরিচালক ও প্রধান নির্বাহীর সঙ্গে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘বৃষ্টির কারণে যে পরিকল্পনা ছিল, শ্রীরাম ক্রিকেটারদের দেখবে, সেটির কিছুই হচ্ছে না। এ কারণে অন্য জায়গায় ক্যাম্প করার চিন্তা করছি। সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, আগামীকালের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’

বৃষ্টিতে আজ মাঠের অনুশীলন করা হয়নি ক্রিকেটারদের
প্রথম আলো

বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাম্পের জন্য সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ দল।

মূলত এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে দল পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে এখন দল সেখানে গিয়ে পৌঁছাবে আগামী ২ অক্টোবর। ৭ অক্টোবর শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

এদিকে আগামীকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি।