বাবর আজমের সময়টা এখন দারুণ কাটছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কথা বলছে বাবরের ব্যাট। চার ম্যাচে এখন পর্যন্ত তাঁর রান ৬৮.৭৫ গড়ে ২৭৫। গতকাল রাতে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানের জেতা ম্যাচে বাবর খেলেছেন ১০৭ রানের ইনিংস। ১৮তম সেঞ্চুরি করার পথে গড়েছেন ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডও।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাবরকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক এবং পিসিবি সভাপতি রমিজ রাজা তো বাবরকে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুন

বাবরের রেকর্ডের দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে আরও আগেই প্রতিষ্ঠিত করেছেন বাবর। টেকনিক, টেম্পারামেন্ট, ধারাবাহিকতা—সবদিক থেকেই বাবর এখন পরিপূর্ণ এক ক্রিকেটার, যে কারণেই অনেকের কাছে সর্বকালের সেরা ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন রমিজ।

স্যার ডন ব্র্যাডম্যান
ছবি: টুইটার

পিসিবির সাবেক সভাপতি বলেছেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’

আরও পড়ুন

হাশিম আমলার রেকর্ড এখন বাবরের

বাবরের এই সাফল্যের কারণ জানাতে গিয়ে রমিজ আরও বলেছেন, ‘এমন পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও টেম্পারামেন্ট। তার কৌশলগত কোনো সমস্যা নেই। সেটা ঘাসের উইকেট হোক কিংবা করাচির মতো উইকেট, যেখানে বোলররা সংগ্রাম করে, তেমন উইকেট হোক।’

পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা
ছবি: রয়টার্স

বাবর শুধু ব্যাটসম্যান হিসেবেই নন, অধিনায়ক হিসেবেও সামনে থেকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন। সবশেষ চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলও হয়েছে পাকিস্তান।

আরও পড়ুন

আফ্রিদির ডিনারে রিজওয়ান-শাদাবরা, কেন গেলেন না বাবর আজম

দলের এমন সাফল্যের নেপথ্যে বাবরকেই দেখছেন রমিজ, ‘সে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান সংগ্রহ করেছে। সে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেছনে ফেলেছে, যা অনেক বড় অর্জন। পাকিস্তানে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কারণও কিন্তু সে।’