বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার কথা বলেনি পিসিবি

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিছবি: টুইটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ ভারতের বাইরে খেলার কথা তিনি আইসিসিতে বলেননি। এ বিষয়ে বোর্ড মিটিংয়ে কোনো আলাপই হয়নি। তবে ‘হাইব্রিড মডেল’ নিয়ে যা আলোচনা হয়েছে, তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন নাজাম শেঠি।

এ বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। তার আগে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বলেছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না দেশটি। ভারতের অনড় অবস্থানের কারণে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেলের প্রসঙ্গ উঠেছিল। এ ক্ষেত্রে এশিয়া কাপ পাকিস্তানেই হবে, তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফো জানায়, এশিয়া কাপের মতো বিশ্বকাপও হাইব্রিড মডেলে হতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান দল বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে। এ বিষয়ে আইসিসির বোর্ড মিটিংয়ের সময় অনানুষ্ঠানিকভাবে কথাও নাকি বলেছে পিসিবি। একই খবর দিয়েছিল ভারত ও পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও।

আরও পড়ুন

তবে খবর প্রকাশের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে তারা কিছু জানে না। আইসিসির পক্ষ থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করা হয়, হাইব্রিড মডেলের বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন

ধোঁয়াশা তৈরি হওয়া পরিস্থিতিতে গতকাল নিজেদের অবস্থান জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এসিসিতে চলমান। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কথাই আমি বলিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’

পিসিবি বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, এ ধরনের খবর একটি শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ভুল উদ্ধৃত, ভুল অনুবাদ ও ভুল উপস্থাপন করেছে’ পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন