ইংল্যান্ডকে হারিয়েও বাংলাদেশকে যেখানে ভয় দক্ষিণ আফ্রিকার
ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াইটা যেন দুই ভাগে ভাগ করা। প্রথম অধ্যায় ২০০২ সালের ৩ অক্টোবর থেকে ২০১৫ সালের ১০ জুলাই পর্যন্ত। পরের অধ্যায়টি ২০১৫ সালের ১২ জুলাই থেকে গত বছরের ২৩ মার্চ পর্যন্ত। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসকে দুই ভাগ করার কারণ—দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।
দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। এর মধ্যে ১৮টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের জয় মাত্র ৬টি। কিন্তু লড়াইটাকে যদি ওই দুই ভাগ করেন, দেখবেন দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকা দেখেছে অন্য এক বাংলাদেশকেই।
প্রথম ভাগে খেলা ১৫ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি। কিন্তু ২০১৫ সালের ১২ জুলাই থেকে মুখোমুখি হওয়া ৯ ম্যাচের ৫টিতে জিতেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার জয় ৪টি। এই পরিসংখ্যান পেছনে রেখেই কাল মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। অবশ্য বিশ্বকাপে দুই দলই সমানে সমান। মুখোমুখি ৪ ম্যাচে দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ।
মুম্বাইয়ে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করামকে পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তিনি দলের খেলোয়াড়দের কোনো সতর্কবার্তা দিতে চান কি না। মার্করামের জবাব, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা আমাদের জন্য সব সময়ই বড়। কারণ, অতীতে আমরা তাদের বিপক্ষে খুব বেশি ভালো করতে পারিনি।’
গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। কিন্তু ভারত বিশ্বকাপে দেখা যাচ্ছে অন্য দক্ষিণ আফ্রিকাকেই। নিজেদের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান করেছে দলটি। ইংল্যান্ডকে ১৭০ রানে অলআউট করে দিয়ে ম্যাচ জিতেছে ২২৯ রানে।
সে ম্যাচের অনুপ্রেরণা নিয়ে কাল বাংলাদেশের বিপক্ষেও একই খেলাটাই খেলতে চান মার্করামরা, ‘এটা (সাম্প্রতিক অতীতে বাংলাদেশের বিপক্ষে ভালো না খেলাটা) বাংলাদেশের বিপক্ষে আমাদের ইংল্যান্ড ম্যাচের মতো জ্বলে ওঠার অনুপ্রেরণা জোগাচ্ছে।’ বাংলাদেশের বিপক্ষে অবশ্য ৩টি ওয়ানডে খেলে দুটিতেই হেরেছেন মার্করাম। এবার নিজের পরিসংখ্যানটাও আরেকটু ভালো করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অবশ্য এটাও মনে রাখছেন যে বাংলাদেশ উপমহাদেশেরই একটা দল। ভারতের মাটিতে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ও বাংলাদেশ যে একই রকম না–ও হতে পারে, সেই ভয়টাও আছে তাঁর, ‘আমাদের একটা ভালো ম্যাচ কেটেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আগামীকাল নতুন একটি ম্যাচ খেলতে নামছেন। সেটাও এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সাদা বলের ক্রিকেটে সত্যি খুব ভালো। আর খেলাটা যেহেতু উপমহাদেশে, এটা তাদের সাহায্য করবে।’