চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানে হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে ৯৯ রানে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
চোট কাটিয়ে সাত মাস পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্ররা আগের দুই ম্যাচেই দারুণ খেলেছেন। এ ছাড়া টম ল্যাথাম, উইল ইয়াংরাও রানের মধ্যে আছেন। স্পিনে দারুণ করছেন মিচেল স্যান্টনার। চিদাম্বরম স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেট বিবেচনায় আজ কিউই একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার ইশ সোধিকে।
বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নিজেদের খেলাটা খেলতে পারেনি। অফ স্টাম্পের একটু বেশি বাইরে বল করার খেসারত দিতে হয়েছে। নতুন বলেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি আর টপ অর্ডারে ধারাবাহিকতায় সমস্যাও নতুন কিছু নয়। বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে। পাঠক, বাংলাদেশ কি আজ পারবে নিউজিল্যান্ডকে হারাতে?
ভোটে আপনার মত দিন।