আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর শেষ নুরুলের

জিম্বাবুয়ে সফর শেষ নুরুলেরছবি: প্রথম আলো

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েই দুঃসংবাদটা মিলল বাংলাদেশ দলের। আঙুলের চোটের কারণে গোটা সফর থেকেই ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান।

আজ হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পেসার হাসান মাহমুদের একটি বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন নুরুল।

দ্বিতীয় ম্যাচে কিপিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন নুরুল
ছবি: এএফপি

বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘নুরুলের আঙুলে এক্স-রে করার পর দেখা গেছে তাঁর আঙুল ভেঙেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় প্রয়োজন। সে কারণে নুরুল ২ আগস্টের সিরিজ নির্ধারণী ম্যাচ ও এর পরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।’

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি নুরুলকে। তবে মোসাদ্দেকের বলে একটি ক্যাচ নিয়েছিলেন। শনিবার প্রথম ম্যাচে ২৬ বলে ৪২ রানের দারুণ একটা ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। জিম্বাবুয়ের ২০৫ রানের জবাবে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ১৭ রানে।