সব আলো কেড়ে র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় লাফ

বিরাট কোহলি। পাকিস্তানকে হারানোর পরছবি: এএফপি

তিন দিন পেরিয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মহানাটকীয় মহারণ এখনো চোখে লেগে আছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৫৩ বলে ৮২ রানের হার না মানা ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি।

মেলবোর্নের সব আলো কেড়ে নেওয়া কোহলি ম্যাচসেরার পুরস্কার তো পেয়েছেনই, এবার র‍্যাঙ্কিংয়েও সুখবর মিলেছে। আজ প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছেন ৩৩ বছর বয়সী তারকা। ছয় ধাপ এগিয়ে এখন আছেন নয়ে। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৫।

৮৪৯ রেটিংয়ে যথারীতি শীর্ষে আছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যানের সঙ্গে পাল্লা দিয়ে রান করছিলেন সূর্যকুমার যাদব। তবে রোববারের ম্যাচে ব্যর্থ হওয়ায় তিনি নেমে গেছেন তিনে। সূর্যকুমারের জায়গা নিয়েছেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৯২ রানের পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার।

র‍্যাঙ্কিংয়েও দাপট দেখাচ্ছেন কোহলি
ছবি: এএফপি

ব্যাটসম্যানের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পরের পাঁচ স্থান বাবর আজম, এইডেন মার্করাম, ডেভিড ম্যালান, অ্যারন ফিঞ্চ ও পাতুম নিশাঙ্কার। শীর্ষ দশের শেষজন আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

দুই মাস আগেও র‍্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে নেমে গিয়েছিলেন কোহলি। ছন্দ হারিয়ে নিজেকে খুঁজতে থাকা ভারতের সাবেক অধিনায়ককে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না রাখারও জোর দাবি উঠেছিল।

তবে ‘লাইফ লাইন’ হিসেবে পাওয়া এশিয়া কাপ কোহলিকে কক্ষপথে ফিরিয়েছে। আরব আমিরাতে এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান, গড়টাও ঈর্ষণীয়—৯২! টি-টোয়েন্টিতে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। ঘুচিয়েছেন ১০২০ দিনের আক্ষেপ।

বোলারদের শীর্ষে রশিদ
এএফপি

এর পর থেকেই আছেন দারুণ ছন্দে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে উপহার দিয়েছেন কার্যকর দুটি ইনিংস (৬৩ ও ৪৯*)। সেসবের সুবাদে ২০ ধাপ এগিয়ে উঠে এসেছিলেন ১৫ নম্বরে। এবার ঢুকে পড়লেন সেরা দশে।

কোহলির নেতৃত্বাধীন ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায় নেয়। দলের মতো তিনিও ছিলেন নিষ্প্রভ। টি-টোয়েন্টির দাবি মেটাতে না পেরে প্রথমবার ছিটকে যান শীর্ষ দশের বাইরে।এ বছরের ফেব্রুয়ারিতে সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায় উঠে এলেও পরে আবার নেমে যান।  

আরও পড়ুন

বোলারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন রশিদ খান। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার সিংহাসন থেকে সরিয়ে দিয়েছেন জশ হ্যাজলউডকে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ। বৃষ্টিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার ঘূর্ণি-জাদু দেখাতে পারেননি তিনি।

আরও পড়ুন

ওদিকে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিনে বেদম পিটুনি খান হ্যাজলউড। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করলেও তাঁকে হারাতে হয়েছে শীর্ষ স্থান।  
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ২৬১।

১৪ পয়েন্ট কম নিয়ে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। পাকিস্তানের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে (৩ উইকেট ও ৪০ রান) তিনে উঠে এসেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।