৫ উইকেট নিয়েও ‘পেট ভরেনি’ নাসুমের

প্রিমিয়ার লিগের এ মৌসুমের শীর্ষ দশ উইকেটশিকারির তালিকাতেও ঢুকে পড়েছেন নাসুমসংগৃহীত

রান কম দিচ্ছিলেন। উইকেটও পাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো স্পেল দেখা যাচ্ছিল না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নাসুম আহমেদ মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে তা করে দেখালেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের দিনে মোহামেডান জিতেছে ৫ উইকেটে।

প্রিমিয়ার লিগের এ মৌসুমের শীর্ষ দশ উইকেটশিকারির তালিকাতেও ঢুকে পড়েছেন নাসুম। ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন আছেন সাতে। তবে নাসুমের উইকেট শিকারের ক্ষুধা এখনো যায়নি। লিগ পর্বের পর সুপার লিগের আরও ৫টি ম্যাচ আছে। দলের জয়ে অবদান রেখেই উইকেটশিকারিদের তালিকার শীর্ষে উঠতে চান নাসুম।

আজ ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বললেন তেমনই, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। উইকেটের ক্ষুধা নিয়ে ছিলাম। এক-দুইটা করে পেতাম কিন্তু প্রথম চার ম্যাচে মনে হয় আমি দুইটা করে উইকেটে পেয়েছি। বোলারদের তালিকা যখন দেখতাম, একদম তলানিতে আছি...তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি যে একটা ম্যাচ ক্লিক করব ইনশা আল্লাহ।’

তবে ১৮ উইকেটেই তিনি থামতে চান না। লক্ষ্যটা যে আরও বড়, তা বোঝা গেল পরের কথায়, ‘পেট ভরেনি এখনো!’ এরপর যোগ করলেন, ‘এখনো ছন্দে ফিরে এসেছি কি না, বুঝতে পারছি না। পাঁচটা ম্যাচ আছে। আমি সব সময় যা চেষ্টা করি, সেটাই চালিয়ে যাচ্ছি। ডট বল করা, যত কম রান দেওয়া যায়। পাওয়ারপ্লেতে ব্যাটসম্যানের বিপক্ষে আমি চ্যালেঞ্জ নিতে চাই। একটা জায়গায় বল করতে চাই, যতটুকু আটকানো যায়।’

আরও পড়ুন

এবারের ঢাকা লিগে পাওয়া উইকেটগুলো একটু আলাদা রকমের তৃপ্তিও দিচ্ছে নাসুমকে। গত মৌসুমের তুলনায় এবার উইকেটগুলো ব্যাটিং–সহায়ক। এমন উইকেটে স্পিনার হিসেবে ভালো করতে পারায় তৃপ্তি এ বাঁহাতি স্পিনারের, ‘উইকেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বোলারদের দিকে ৪০ শতাংশ আছে, ব্যাটসম্যানদের দিকে ৬০ শতাংশ। এমন পরিস্থিতিতে (পারফর্ম করতে পারলে) অবশ্যই আত্মবিশ্বাস বেশি আসে। আজকে পারফর্ম করেছি। পরের ম্যাচে আরও ভালো আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারব।’