বিপিএলের মাঠে হার্ট অ্যাটাক, হাসপাতালে মারা গেলেন কোচ মাহবুব আলী জাকি

মাঠে লুটিয়ে পড়ার কিছুক্ষণ আগে ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী (মাঝে, সাদা দাড়ি)বিসিবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই! তাঁর মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাঁকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো গেল না।

ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী
বিসিবি

রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ চলাকালীন সময়েই তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।