ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন

চেন্নাই সতীর্থ ডেভাল্দ ব্রেভিসের সঙ্গে ধোনিএএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসের কাছে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে হারের পর ছবিটি তোলা হয়েছে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠের এক কোণে চেন্নাইয়ের মালিকপক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন ছবিটি তোলা হয়।

পাঞ্জাবের কাছে হেরে চেন্নাই আইপিএলের প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে বলছেন, চিদাম্বরমে এটাই হয়তো ধোনির শেষ ম্যাচ।

আরও পড়ুন

যদিও টসের সময় নিজের অবসর নিয়ে কিছুই পরিষ্কার করে বলেননি ধোনি। ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাঁর কাছে জানতে চেয়েছিলেন, চেন্নাইয়ের হয়ে আগামী মৌসুমে তিনি খেলবেন কি না? ধোনির মজার উত্তর, ‘পরের ম্যাচে আসব কি না আমি জানি না।’

প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়লেও এবার ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলবে চেন্নাই। ১২ মে চিদাম্বরমে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু আগামী মৌসুম? ২০২৬ আইপিএলের সময় ধোনি ৪৫–এ পা রাখবেন। তত দিন পর্যন্ত কি তিনি খেলবেন? উত্তর ধোনি ছাড়া কেউ জানেন না।

এবারের আইপিএল শুরুর আগে অবসর প্রসঙ্গে ধোনি বলেছিলেন, ‘যে কয় বছর বাকি আছে, যতটুকু খেলতে পারি, আমি ক্রিকেটটা উপভোগ করতে চাই।’ তখন ধোনি এই ইঙ্গিতও দিয়েছিলেন, ২০২৬ আইপিএলে খেলা না–খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁর হাতে আরও ১০ মাস সময় আছে।

আরও পড়ুন

কিন্তু চেন্নাই প্লে–অফে উঠতে ব্যর্থ হওয়ার পর বেশির ভাগ সাবেক ক্রিকেটারের চাওয়া ধোনির এবার অবসর নেওয়াই ভালো। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ব্যাপারটা নির্ভর করছে, সে কী চায় তার ওপর। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’

ক্রিকজবাজের অনুষ্ঠানে একই প্যানেলে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। ধোনিকে নিয়ে তাঁর ভাষ্য, ‘তার কারও কাছে কোনো কিছু প্রমাণের নেই। সে সবকিছুই জিতেছে। সে–ই জানে কী করতে চায়। আমি বলছি ভবিষ্যতের কথা। তার সম্ভাবত আগামী বছর সেখানে (আইপিএল) থাকার প্রয়োজন নেই। এমএস, আমি তোমাকে ভালোবাসি। একজন চ্যাম্পিয়ন। একজন আইকন।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ধোনিকে নিয়ে লিখেছেন, ‘এটাই কি ধোনির শেষ মৌসুম? সিএসকের মৌসুম যেভাবে কাটছে, পরিবর্তনের এটাই কি (সঠিক) সময়?’