সম্প্রচার শেষ ০২ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম টেস্ট: ৫১১ রানের ‘অসম্ভব’ লক্ষ্য, ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

  • চট্টগ্রাম টেস্ট, চতুর্থ দিন
  • ম্যাথুসের ফিফটি
  • সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড ম্যাথুস
  • রিভিউ হারাল বাংলাদেশ
  • দেশে ফিরছেন চান্ডিমাল
  • ৫০০ রানের লিড
  • শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা
  • লক্ষ্য কি ড্র? 
  • জয় নাকি ড্র?
  • মধ্যাহ্নবিরতি, চতুর্থ দিন
  • ফিফটি করেই মুমিনুলের বিদায়
  • চা বিরতি, চতুর্থ দিন
০৩: ৫৭ , এপ্রিল ০২

চট্টগ্রাম টেস্ট, চতুর্থ দিন

শ্রীলঙ্কা: ৫৩১ ও ১০২/৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৮

শ্রীলঙ্কা ৪৫৫ রানে এগিয়ে

ব্যাটসম্যানদের ব্যর্থতার পর আরেকবার উজ্জ্বল বাংলাদেশ পেসাররা—চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের গল্পটাও ছিল এমনই। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে গেছে ৪৫৫ রানে। প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের নাগালের বাইরে সফরকারীরা, এমন বলাই যায়। এমন কথাকে ভুল প্রমাণ করতে বাংলাদেশকে করতে হবে অকল্পনীয় কিছু। খেলা দুদিন বাকি বলে ড্রয়ের মতো ফলও বেশ কঠিন স্বাগতিকদের। তবে তারও আগে প্রশ্ন, কতদূর গিয়ে থামবে শ্রীলঙ্কা।

প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত।

০৪: ৩০ , এপ্রিল ০২

ম্যাথুসের ফিফটি

৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন ম্যাথুস। আজ সকালে পেয়ে গেলেন ক্যারিয়ারের ৪১তম ফিফটি। সাকিব আল হাসানের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার।

শ্রীলঙ্কা ১১৯/৬, ৪৭২ রানে এগিয়ে

০৪: ৪৭ , এপ্রিল ০২

সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড ম্যাথুস

ড্রিফট, টার্ন। মিডল স্টাম্পে পড়ার পর টার্ন করে বেরিয়ে যাওয়া বলটি ফাঁকি দিল ম্যাথুসের ব্যাটের আউটসাইড-এজ। পেছনের পায়ে ভর করে খেলতে চেয়ে ব্যর্থ হয়েছেন ম্যাথুস। ফিফটি করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান বোল্ড হলেন সাকিব আল হাসানের বলে। প্রায় ৪৫ মিনিট পর দিনে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ।

শ্রীলংকা ১৩২/৭, ৪৮৫ রানে এগিয়ে

০৪: ৫৩ , এপ্রিল ০২

রিভিউ হারাল বাংলাদেশ

শেষ মুহূর্তে গিয়ে রিভিউটা নিয়েছিলেন নাজমুল হোসেন। কাজে আসেনি তা। বল ট্র্যাকিং দেখিয়েছে, তাইজুলের বলটি মিস করে যেত লেগ স্টাম্প। ফলে বেঁচে গেছেন বিশ্ব ফার্নান্ডো। ৭ উইকেট হারানোর পরও খেলে যাচ্ছে শ্রীলঙ্কা, লিড এখন ৪৯০ রানের।

০৫: ০১ , এপ্রিল ০২

দেশে ফিরছেন চান্ডিমাল

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন সকালে শ্রীলঙ্কার বিমান ধরেছেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কা দল থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে চান্ডিমালকে চট্টগ্রাম টেস্ট চলাকালীনই দেশে ফিরতে হচ্ছে।

০৫: ০৩ , এপ্রিল ০২

৫০০ রানের লিড

৪৫৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার লিড এখন ৫০০ রানের। প্রবাত জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোর ব্যাটিং দেখে মনে হচ্ছে, দ্রুত আরও কয়েকটি রান তুলতে চান তাঁরা।

০৫: ১৪ , এপ্রিল ০২

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। তাতে ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন।

৪৫৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করল তারা। এ সময়ে বাংলাদেশ নিতে পেরেছে শুধু অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট। যিনি সাকিবের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের ৪১তম ফিফটি।

০৫: ২২ , এপ্রিল ০২

লক্ষ্য কি ড্র? 

১৪২
চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

আজ আরও ৭৩ ওভারের পর আগামীকাল আছে প্রায় ৯০ ওভার। এ ম্যাচ ড্র করতে গেলেও তাই নিজেদের রেকর্ড ভাঙতে হচ্ছে বাংলাদেশকে, সেটি বলাই যায়। আপাতত চ্যালেঞ্জ শ্রীলঙ্কান পেসারদের সামলানো।

০৫: ৪৯ , এপ্রিল ০২

জয় নাকি ড্র?

লক্ষ্য যখন ৫১১ রান, তখন এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। দুই ওপেনার মাহমুদুল হাসান ও জাকির হাসান শুরুটা ইতিবাচকই করেছেন। ৫ ওভারে উঠেছে ২৫ রান, সুযোগ পেলে শট খেলছেন তাঁরা। অবশ্য লাহিরু কুমারার করা পঞ্চম ওভারের শেষ বলে ঘুরিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজে ক্যাচ তুলেছিলেন জাকির। বাংলাদেশ ওপেনারের ভাগ্য ভালো, বল গেছে স্লিপের নাগালের বাইরে দিয়ে।

০৬: ০৭ , এপ্রিল ০২

মধ্যাহ্নবিরতি, চতুর্থ দিন

সিলেটের মতোই অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সিলেট টেস্টে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল ৫১১ রান। সে ম্যাচের ফল কী হয়েছিল, সেটি জানা কথাই। চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের সামনে লক্ষ্যটা অসম্ভব—৫১১ রানই। অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করেছে ৩১ রান। মাহমুদুল হাসান ২৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন। ২৪ বলে ১১ রানে খেলছেন জাকির হাসান।

আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা।

অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন মাহমুদুল ও জাকির
প্রথম আলো

চতুর্থ দিনের শুরুতে ৪৫৫ রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা, হাতে ৬ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথুসের অর্ধশতকে সে রানটা ৫০০ ছাড়ায়। বাংলাদেশ দল দিনের প্রথম সাফল্য পেয়েছে সাকিব আল হাসানের সৌজন্যে। মিডল স্টাম্প থেকে টার্ন করে বেরিয়ে যাওয়া বলে ম্যাথুসকে বোল্ড করেন তিনি। ৭৪ বলে ৫৬ রান করে থামে ম্যাথুসের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে ম্যাথুসের ৪১তম অর্ধশতক এটি। শ্রীলঙ্কার রানটাকে এগিয়ে নিতে সাহায্য করেন প্রবাত জয়সুরিয়া। বিশ্ব ফার্নান্ডোকে নিয়ে ২৮ বলে ২৫ রান যোগ করেন। জয়াসুরিয়া অপরাজিত ছিলেন ২৮ রানে, ৮ রান ফার্নান্ডোর।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয়েছে ভালোই। জাকির ও মাহমুদুল ঝুঁকিহীন ব্যাটিংয়ে রান তুলে ৮ ওভার খেলেছেন। ভাগ্যও ভালো ছিল। জয়সুরিয়ার বলে ব্যক্তিগত ১০ রানের সময় জাকিরের কট বিহাইন্ডের সুযোগ হাতছাড়া করেন উইকেটকিপার কুশল মেন্ডিস।

০৬: ৫২ , এপ্রিল ০২

মাহমুদুলের বিদায়

বোল্ড হয়েছে মাহমুদুল হাসান
প্রথম আলো

দলকে ৩৭ রানে রেখে বিদায় নিয়েছেন মাহমুদুল হাসান। শ্রীলঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়াকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন বাংলাদেশের ওপেনার। আউট হওয়ার আগে ২৪ রান করেছেন মাহমুদুল।

বাংলাদেশ ৩৭/১, জয় পেতে আরও ৪৭৪ রান দরকার।

০৭: ১৬ , এপ্রিল ০২

জাকিরও গেলেন

দ্বিতীয় উইকেটও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ তুলেছেন জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা বাঁহাতি এবার করেছেন ১৯ রান।

বাংলাদেশ ৫১/২।

০৭: ৫২ , এপ্রিল ০২

মেয়েদের টি–টোয়েন্টিতে বাংলাদেশের ফারিহার হ্যাটট্রিক

হ্যাটট্রিক করেছেন ফারিহা ইসলাম
প্রথম আলো

এদিকে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার ফারিহা ইসলাম। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় বোলার ফারিহা।

আরও পড়ুন
০৮: ০৭ , এপ্রিল ০২

অধিনায়কের বিদায়, বাংলাদেশ ৯৪/৩

লাহিরু কুমারার অসাধারণ এক বলে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন। লঙ্কান পেসারের ভেতরে ঢোকা বলের লাইন বুঝতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৫৫ বলে ২০ রান করেছেন নাজমুল। টেস্ট সিরিজে চার ইনিংসে এটিই সর্বোচ্চ তাঁর।

০৮: ৪৪ , এপ্রিল ০২

ফিফটি করেই মুমিনুলের বিদায়

ফিফটি করেই যেন দায়িত্ব শেষ মুমিনুল হকের। বাংলাদেশের সাবেক অধিনায়ক এরপর প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে লাহিরু কুমারার হাতে ক্যাচ তোলেন। ৫৬ বলে ৫০ করেছেন মুমিনুল। মুমিনুলের বিদায়ের ৫ বল পরেই বাংলাদেশ চা বিরতিতে গেছে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে।

০৮: ৫৮ , এপ্রিল ০২

চা বিরতি, চতুর্থ দিন

ভালো শুরুর আভাস দিয়েও আরও একবার ব্যর্থ টপ অর্ডার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ভালো শুরুর আভাস দিয়েও আরও একবার ব্যর্থ হলো বাংলাদেশ দলের টপ অর্ডার। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ছোটা বাংলাদেশ দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১৩২ রান করেছে। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। ১৪ রানে অপরাজিত আছেন সাকিব। ০ রানে খেলছেন লিটন। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ৬ উইকেট।

প্রায় অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দলের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার মাহমুদুল হাসান ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন বেশ স্বাচ্ছন্দ্যেই। দ্বিতীয় সেশনের শুরুতে দশম ওভারে মাহমুদুলকে বোল্ড করে জুটি ভাঙেন প্রবাস জয়াসুরিয়া। ভালো লেংথ থেকে ভেতরে আসা বলে কাট করতে গিয়ে বোল্ড হন মাহমুদুল। ৩২ বলে ২৪ রানে থামে তাঁর ইনিংস।

আউট হয়ে ফিরে যাচ্ছেন মুমিনুল হক
প্রথম আলো

জাকিরের ইনিংসও দীর্ঘ হয়নি। ১৫তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর বলে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তোলেন ৩৯ বলে ১৯ রান করা জাকির। দুই ওপেনারের বিদায়ের পরও বাংলাদেশের ইনিংস দীর্ঘ করছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেনের জুটি। কিন্তু থিতু হয়ে আউট হওয়ার ধারাটা বজায় রাখেন নাজমুল। ২০ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি।

হতাশ করেছেন মুমিনুলও। আক্রমণাত্মক মানসিকতায় খেলে ৫০ রানের ইনিংস খেলে চা বিরতির ঠিক আগের ওভারে জয়াসুরিয়ার বলে সুইপ খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তোলেন।

১০: ০১ , এপ্রিল ০২

লিটন–সাকিব জুটির ‘ফিফটি’

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৮৫/৪

পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন লিটন–সাকিব জুটি। ৩৫ রানে ব্যাট করছেন সাকিব। ৩০ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন লিটন।

জয়ের জন্য এখনো ৩২৬ রান চাই বাংলাদেশের। ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

পাল্টা প্রতিরোধের চেষ্টা করছেন লিটন–সাকিব জুটি
শামসুল হক
১০: ১১ , এপ্রিল ০২

সাকিবের আউটে ভাঙল জুটি

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯৩/৫

৫৩ বলে ৩৬ রান নিয়ে ভালোই খেলছিলেন। ৫০তম ওভারে কামিন্দু মেন্ডিসের নিরীহ স্পিন বলটি স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল। সাকিব মনোযোগ হারিয়ে খোঁচাটা দেওয়ার পর বুঝেছেন ভুল করেছেন। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ নিয়েছেন নিশান মাদুস্কা। আউট হওয়ার পর সাকিবের প্রতিক্রিয়াই বলে দিয়েছে, ভুল শট খেলেছেন! এর মধ্য দিয়ে সাকিব ও লিটনের ৬১ রানের জুটি ভাঙল।

জয়ের জন্য এখনো ৩১৮ রান চাই বাংলাদেশের। ক্রিজে লিটনের (৩৫*) সঙ্গী নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

ক্যাচ দিয়ে আউট হন সাকিব
শামসুল হক
১০: ৪৭ , এপ্রিল ০২

লিটনও আউট

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২১৮/৬

লাহিরু কুমারা খাটো লেংথে বল করেছিলেন। লিটন পুল করার লোভ সামলাতে পারেননি। বলটা উইকেট থেকে একটু থেমে আসায় ঠিকমতো ব্যাটে পাননি। বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে জমা পড়ে। ৭২ বলে ৩৮ রান করে আউট হলেন লিটন।

জয়ের জন্য এখনো ২৯৩ রান চাই বাংলাদেশের। ক্রিজে ব্যাট করছেন শাহাদাত (৯*) ও মেহেদী হাসান মিরাজ (১৩*)।

আউট হয়ে ফিরছেন লিটন
শামসুল হক
১১: ১২ , এপ্রিল ০২

শাহাদাতও দাঁড়াতে পারলেন না

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৭৩/৭

৬২তম ওভারে কামিন্দু মেন্ডিসের অফ স্পিনে এলবিডব্লিউ শাহাদাত হোসেন। ৩৪ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজের (২৯*) তাইজুল ইসলাম।

হার দেখছে বাংলাদেশ। হাতে মাত্র ৩ উইকেট রেখে জয় থেকে এখনো ২৬৪ রান পিছিয়ে নাজমুল হোসের দল।

১১: ৪০ , এপ্রিল ০২

চতুর্থ দিনের খেলার সমাপ্তি

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৬৮/৭

আজ চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়ার। তৃতীয় সেশনে ৩৩ ওভারে ১৩৬ রান তুলতে ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এই সেশনে সাকিব আল হাসান (৩৬), লিটন দাস (৩৮) ও শাহাদাত হোসেনের (১৫) উইকেট হারিয়েছে বাংলাদেশ।

অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।

হাতে ৩ উইকেট রেখে জয় থেকে এখনো ২৪৩ রানের দূরত্বে বাংলাদেশ। নিশ্চিত হার চোখ রাঙাচ্ছে। তবু আগামীকাল পঞ্চম ও শেষ দিনে ক্রিজে যতক্ষণ সম্ভব টিকে থাকাই লক্ষ্য হবে বাংলাদেশের।