ছবির গল্পে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহর রেকর্ড জুটিতে চড়ে তোলে ২৭১ রান। আটে নামা মিরাজ তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন ৮৩ বলে। রান তাড়ায় ভারত অধিনায়ক রোহিত শর্মা যখন ক্যারিয়ারে প্রথমবারের মতো নয়ে নামেন, ৪৪ বলে ভারতের প্রয়োজন ছিল ৬৫ রান। ম্যাচের শুরুতে আঙুলের চোটে মাঠ ছেড়ে যাওয়া রোহিত বাংলাদেশের জয়টা প্রায় ছিনিয়েই নিয়েছিলেন। শেষ দুই ওভারের প্রথম ১১ বলে আসে ৩৪ রান। তবে শেষ বলে মোস্তাফিজের ইয়র্কারে আর ভারতকে জেতাতে পারেননি রোহিত। বাংলাদেশ পেয়ে যায় ৫ রানের অবিস্মরণীয় জয়। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয় সিরিজ জয়ও। বিপরীতমুখী সব রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচের গল্প থাকল শামসুল হকের ছবিতে—
১ / ১৪
বাংলাদেশ দলের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে আউট হন এনামুল হক। আগের ম্যাচে ৪০ রানের ইনিংস খেলা লিটন দাসও ছিলেন ছন্দহীন। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২৩ বল খেলে করেন ৭ রান
ছবি: শামসুল হক
২ / ১৪
তিনে নামা নাজমুল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। উমরান মালিকের বলে বোল্ড হওয়ার আগে খেলে যান ৩৫ বলে ২১ রানের ইনিংস
ছবি: শামসুল হক
৩ / ১৪
ব্যাট হাতে সাকিবও ব্যর্থ। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ খেলতে ক্যাচ তুলে দেন শর্ট ফাইন লেগে। সাকিবের পরপর আউট হন মুশফিক আর আফিফও
ছবি: শামসুল হক
৪ / ১৪
৬৯ রানে ৬ উইকেট পতনের পর মিরাজকে নিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন মাহমুদউল্লাহ
ছবি: শামসুল হক
৫ / ১৪
মাহমুদউল্লাহ-মিরাজের জুটিতে ১৪৮ রান পায় বাংলাদেশ। এটি সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, ভারতের বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ
ছবি: শামসুল হক
৬ / ১৪
পঞ্চাশতম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন মিরাজ। ৪ ছয় ও ৮ চারে সেঞ্চুরি করতে বল খেলেন ৮৩টি
ছবি: শামসুল হক
৭ / ১৪
উইকেটটা বিরাট কোহলির, সেটিও বোল্ড! উদ্‌যাপন করতে করতে প্রায় ড্রেসিংরুমের সামনে চলে গিয়েছিলেন ইবাদত হোসেন
ছবি: শামসুল হক
৮ / ১৪
ওয়াশিংটনের বলে আউট হয়েছিলেন ব্যাটসম্যান সাকিব। বল হাতে নেওয়ার পর সেই ওয়াশিংটনকে আউট করে নেন ‘প্রতিশোধ’
ছবি: শামসুল হক
৯ / ১৪
৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারতকে লড়াইয়ে রাখেন শ্রেয়াস আইয়ার। অক্ষর প্যাটেলের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ার পথে খেলেন ১০২ বলে ৮২ রানের ইনিংস
ছবি: শামসুল হক
১০ / ১৪
শেষ দিকে ম্যাচ প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন রোহিত শর্মা। নয়ে নেমে ভারত অধিনায়ক ২৮ বলে অপরাজিত থাকেন ৫১ রানে। জিততে হলে শেষ বলে ৬ হাঁকাতে হতো, মোস্তাফিজের ইয়র্কারে বড় শট খেলতে পারেননি রোহিত। বাংলাদেশ ম্যাচ জিতে যায় ৫ রানে
ছবি: শামসুল হক
১১ / ১৪
চোটের কারণে বাংলাদেশের ফিল্ডিংয়ের শেষ দিকে ডাগআউটে বসে ছিলেন মিরাজ। ম্যাচ শেষে জয় উদযাপনের জন্য মাঠে নামেন। জয়ের নায়ককে নিয়ে মাঠ ছাড়েন লিটন দাসরা
ছবি: শামসুল হক
১২ / ১৪
৭ বছর পর আবারও ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয়। লিটনরা ছুটে যান গ্যালারির দর্শকদের সামনে
ছবি: শামসুল হক
১৩ / ১৪
হাস্যোজ্জ্বল মাহমুদউল্লাহ, সাকিবের সঙ্গে অধিনায়ক লিটন
ছবি: শামসুল হক
১৪ / ১৪
টানা দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ
ছবি: শামসুল হক