৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহর রেকর্ড জুটিতে চড়ে তোলে ২৭১ রান। আটে নামা মিরাজ তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন ৮৩ বলে। রান তাড়ায় ভারত অধিনায়ক রোহিত শর্মা যখন ক্যারিয়ারে প্রথমবারের মতো নয়ে নামেন, ৪৪ বলে ভারতের প্রয়োজন ছিল ৬৫ রান। ম্যাচের শুরুতে আঙুলের চোটে মাঠ ছেড়ে যাওয়া রোহিত বাংলাদেশের জয়টা প্রায় ছিনিয়েই নিয়েছিলেন। শেষ দুই ওভারের প্রথম ১১ বলে আসে ৩৪ রান। তবে শেষ বলে মোস্তাফিজের ইয়র্কারে আর ভারতকে জেতাতে পারেননি রোহিত। বাংলাদেশ পেয়ে যায় ৫ রানের অবিস্মরণীয় জয়। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয় সিরিজ জয়ও। বিপরীতমুখী সব রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচের গল্প থাকল শামসুল হকের ছবিতে—