আইপিএলে বেশি ছক্কা কার, কোন দলের

আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারা পাঁচ ব্যাটসম্যানপ্রথম আলো

আইপিএলে ছক্কা বেশি কার?

উত্তরটা অনেকেরই জানা। যাঁদের জানা নেই, তাঁরা অনুমানে বললেও সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ছক্কা বলতেই মনের পর্দার যেসব দৃশ্য ভেসে ওঠে, সেখানে তাঁর উপস্থিতি থাকেই—ক্রিস গেইল। স্বঘোষিত ‘দ্য ইউনিভার্স বস’।

গেইল আইপিএল খেলেন না দুই মৌসুম হয়ে গেছে। তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলা ব্যাটসম্যান আছেন বেশ কয়েকজন। কিন্তু ছক্কা মারায় গেইল নিজেকে এতটাই উঁচুতেই নিয়ে গেছেন যে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটা আরও দুই-তিনটা মৌসুম অক্ষতই থাকার কথা।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের
এএফপি

আইপিএলে ১৪২ ম্যাচ খেলা গেইলের ছক্কাসংখ্যা ৩৫৭টি। দ্বিতীয় স্থানে থাকা ব্যাটসম্যানের চেয়ে বেশি ১০৬টি বেশি! তার ওপর ২৫১ ছয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্যাটসম্যানটি এখন খেলাতেও নেই, নামটি—এবি ডি ভিলিয়ার্স। গেইল, ডি ভিলিয়ার্স দুজনই বেশির ভাগ সময় খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

গেইলকে ছোঁয়া অনেক দূরের পথ হলেও ডি ভিলিয়ার্সকে এবারই ছাড়িয়ে যেতে পারেন বেশ কয়েকজন। তিনজনই ভারতীয়। এর মধ্যে সবচেয়ে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার মুম্বাই-হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত ২৪৭টি ছয় মেরেছেন রোহিত। এ জন্য তাঁকে ম্যাচ খেলতে হয়েছে ২২৭ ইনিংস।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা যাদের
প্রথম আলো

এবারের আইপিএলে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রোহিতের পরই আছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক অধিনায়ক ২১০ ইনিংসে মেরেছেন ২৩৫ ছয়। আর ২২০ ইনিংসে ২২৮ ছয় নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি।

আরও পড়ুন

দেখা যাচ্ছে, আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারা প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন বা খেলছেন। দলগতভাবে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা অবশ্য বেঙ্গালুরুর নয়। রেকর্ডটা এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের। আইপিএলে সবচেয়ে বেশি ৫ শিরোপাজয়ী দলটি ২৩৫ ম্যাচে মেরেছে ১ হাজার ৪৪২টি ছক্কা। ২৩২ ম্যাচ খেলে ১ হাজার ৪৩৩টি ছয় মেরেছে বেঙ্গালুরু। ১৪০০ ছক্কা পার করা দল এ দুটিই।

আরও পড়ুন

তবে ন্যূনতম এক হাজার ছয় মারা দল আছে আরও ৫টি। দলগুলো হচ্ছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ২১৪ ম্যাচে ১৩২২টি, পাঞ্জাব কিংস ২২৩ ম্যাচে ১৩০৯টি, কলকাতা নাইট রাইডার্স ২২৮ ম্যাচে ১২৭৮টি, দিল্লি ক্যাপিটালস ২২৯ ম্যাচে ১১৬১টি ও রাজস্থান রয়্যালস ১৯৭ ম্যাচে ১০৫৮টি।

পুরোনো দলগুলোর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানরা ১৫৬ ম্যাচে মেরেছেন ৭৯৮টি ছয়।

আরও পড়ুন