রাজা যেকোনো টি-টোয়েন্টি লিগ ছেড়ে যাবেন নাইজেরিয়ার সঙ্গে সিরিজেও

জিম্বাবুয়েরটি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা (বাঁয়ে)ছবি: এএফপি

আজ যদি জিম্বাবুয়ে বলে তিন দিন পরই নাইজেরিয়ার সঙ্গে সিরিজ, সেটির জন্যও বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি লিগ ছেড়ে যাবেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আইপিএল খেলতে এ মুহূর্তে ভারতে আছেন এই অলরাউন্ডার।

আগামী ৩ মে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু জিম্বাবুয়ের। সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সেখানে অধিনায়ক হিসেবে আছেন রাজাই।

এ সিরিজের শুরু থেকেই তাঁকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমকে রাজা বলেছেন, ‘আমি সেখানে থাকব ইনশা আল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছেড়ে যাচ্ছি।’

এরই মধ্যে পাঞ্জাব কিংসকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন রাজা। ৩৮ বছর বয়সী রাজা এখন পর্যন্ত এ মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলেছেন ২টি ম্যাচ।

আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলছেন সিকান্দার রাজা
বিসিসিআই

সম্প্রতি আরেকটি ওয়েবসাইটকে রাজা বলেন, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন।’

আরও পড়ুন

রাজা আরও বলেন, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি—যে লিগই হোক না কেন।’

আরও পড়ুন

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের মতো সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগও হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজটি শেষ হবে আগামী ১২ মে। এরপর রাজা একটা বিরতি নেবেন, আগামী মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা আছে তাঁর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারতের সঙ্গে সিরিজ আছে বলে নর্দাম্পটনশায়ারকে ব্লাস্টের মাঝপথেই ছেড়ে যাবেন রাজা।