প্রিমিয়ার লিগে ফিফটি করে আগামীকাল টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন সাকিবশামসুল হক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খবরটা গতকালের। আজ তিনি বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন। তিনে ব্যাটিং করে ৬৫ বলে ৫৩ রানও করেছেন।

মুশফিক হাসানের চোটে টেস্ট দলে ডাক পাওয়া হাসান মাহমুদও আজ প্রাইম ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন। বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে ম্যাচে প্রাইম ব্যাংকের একাদশে আছেন তিনি। দুজনেরই আগামীকাল সকালের ফ্লাইটে দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের বিমান ধরার কথা।

আরও পড়ুন

এদিকে সিলেট থেকে আজ চট্টগ্রামে যাবেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে আগামীকাল থেকে অনুশীলন করবেন নাজমুল-মিরাজরা। সকালের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছে কালই দলের সঙ্গে অনুশীলনে নামার কথা সাকিব ও হাসানের।

দুই টেস্টের এই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ
শামসুল হক

সাদা বলের খেলায় ব্যস্ত থাকা দুই ক্রিকেটারই প্রস্তুতির জন্য দুই দিন পাচ্ছেন। অবশ্য সাকিবকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর ব্যক্তিগত অনুশীলনে লাল বলে ব্যাটিং করতে দেখা গেছে। সর্বশেষ গত বছর এপ্রিলে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। হাসান এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। শনিবার থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। দুই টেস্টের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।

আরও পড়ুন