সম্প্রচার শেষ ১২ অক্টোবর ২০২২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

সাকিবের লড়াইয়ের পরও ৪৮ রানে হারল বাংলাদেশ

০১: ৪০ , অক্টোবর ১২

টস

ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

০১: ৪৫ , অক্টোবর ১২

দলে সৌম্য

অবশেষে দলে দুজন স্বীকৃত ওপেনার, মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আজ নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও, আছেন ইবাদত হোসেনও। তাঁদের জায়গা করে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।  

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন। 

০১: ৫১ , অক্টোবর ১২

বিশ্রামে উইলিয়ামসন

সাকিবের সঙ্গে টস করতে নেমেছিলেন টিম সাউদি, বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। নেই ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনারও। দলে ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট

০১: ৫৬ , অক্টোবর ১২

১৮০? 

পিচ রিপোর্টে সাবেক কিউই অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট বলছেন, আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের ১৮০ লক্ষ্য করে খেলা উচিত। গতকাল আগে ব্যাটিং করে ব্যাটিংয়ে ভুগেছিল পাকিস্তান। তবে আজ নতুন পিচ বলে আজ প্রথম ইনিংসে দেখা যেতে পারে বড় স্কোর।

০১: ৫৮ , অক্টোবর ১২

বলছেন নাজমুল

মাঝের ওভারগুলোতে ভালো করতে হবে, এ সময়ে উইকেট হারিয়েছি আমরা। আজ হয়তো নতুন একটি উইকেটে খেলা হবে, আমরা মুখিয়ে আছি। এখনো সমন্বয়টা খুঁজছি আমরা, দুই-তিনটি পজিশনে আরও ভালো অপশন খুঁজছি।
নাজমুল হোসেন, বাংলাদেশ ওপেনার
০২: ১৭ , অক্টোবর ১২

ভালো শুরু নিউজিল্যান্ডের, চাপে বাংলাদেশই

টসে জিতে ফিল্ডিং নিলেও প্রথম দুই ওভারে তেমন আক্রমণাত্মক কিছু দেখা যায়নি বাংলাদেশের দিক থেকে। প্রথম ওভারে শরীফুল ইসলাম বোলিং করেছেন ফুললেংথ লক্ষ্য করেই। তবে মিডঅন পিছিয়ে লং অনে নেওয়ার পরের বলটিই করেন শর্ট লেংথে, সামনে এসে লং অফ দিয়ে সেটি চার মারেন দারুণ ফর্মে থাকা ফিন অ্যালেন। 

দ্বিতীয় ওভারে আসা শরীফুল ইসলামও দিয়েছেন দুটি চার। 

ইবাদত হোসেনের করা তৃতীয় ওভার ছিল ঘটনাবহুলই। তৃতীয় বলে স্কয়ার লেগে থাকা ফিল্ডারের নাগালের একটু বাইরে দিয়ে গেছে অ্যালেনের শট, তবে এক বল পর ওই ফিল্ডার শুধু চেয়ে চেয়ে দেখেছেন তাঁর দ্বিতীয় ছক্কাটি। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড তুলেছে ৩২ রান। এরই মধ্যে ব্যাকফুটে বাংলাদেশ।

০২: ২৫ , অক্টোবর ১২

অ্যালেনকে ফেরালেন শরীফুল, ইয়াসিরের দারুণ ক্যাচ

আগের বলেই সামনে এসে মিড অন দিয়ে টেনে চার মেরেছিলেন অ্যালেন। পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন আবার, এবার শরীফুলের বলটি ছিল আগের তুলনায় শর্ট লেংথে, জায়গাও দেননি। অ্যালেনের মিসটাইমিংয়ের শট ওঠে আকাশে। মিডউইকেট বেশ অনেক্ষণ অপেক্ষা করার পর, নিজের অবস্থান কয়েকবার পরিবর্তন করার পর দারুণ একটি ক্যাচ নিয়েছেন ইয়াসির আলী। ১৯ বলে ৩২ রান করে ফিরে গেছেন অ্যালেন, নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ৪৫ রানে। 

০২: ৩১ , অক্টোবর ১২

১০ বছর পর তিনে গাপটিল 

ফিন অ্যালেনের দারুণ ফর্ম, ওপাশে ডেভন কনওয়ে—দুইয়ে মিলে একাদশে জায়গাটা ঠিক নিশ্চিত নয় সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া মার্টিন গাপটিলের। আজ কেইন উইলিয়ামসন বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। তবে নামতে হয়েছে তিন নম্বরে। এ পজিশনে এটি তাঁর ১৪তম ইনিংস, সর্বশেষটি ছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ব্রিজটাউনে পাকিস্তানের বিপক্ষে।

০২: ৩৩ , অক্টোবর ১২

পাওয়ারপ্লেতে ৫৪/১

সাইফউদ্দিনকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মারা কনওয়ের চারে দলীয় ফিফটি হয়ে গেছে নিউজিল্যান্ড, ৫.১ ওভারেই। প্রথম ৬ ওভারে অ্যালেনের উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৫৪ রান। সপ্তম ওভারে সৌম্য সরকারকে বোলিংয়ে এনেছেন সাকিব, প্রথম ওভারে তাঁর মিডিয়াম পেসে এসেছে ৭ রান। 

০২: ৩৭ , অক্টোবর ১২

যেমন খুশি তেমন সাজো?

০২: ৪৫ , অক্টোবর ১২

১০ ওভারে ৮৭/১

পাওয়ারপ্লেতে ১ ওভারের জন্য এসেছিলেন সাকিব, দশম ওভারে এসেছিলেন আবার। প্রথম ২ ওভারে বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন ১৪ রান। 

আগের ওভারে আসা মোসাদ্দেক হোসেনকে ব্যাকফুটে গিয়ে মিডউইকেট দিয়ে একটি ছক্কা মেরেছেন কনওয়ে। অন্য প্রান্তে মার্টিন গাপটিল এখনো ধীরগতিতেই এগোচ্ছেন। 

ইনিংসের মাঝপথে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৮৭ রান। 

০২: ৫৩ , অক্টোবর ১২

কনওয়ের ফিফটি, ফিফটি জুটি

দ্বিতীয় ওভারে আসা সৌম্যর ওপর চড়াও হয়েছেন কনওয়ে। ফ্লিক করে ছয়ের পর গুডলেংথের বলে পুল করে দারুণ একটি চার মেরেছেন ব্যাকফুটে দুর্দান্ত এ বাঁহাতি। ওই ওভারের শেষ বলে ডাবলস নিয়ে পূর্ণ করেছেন ফিফটি, ৩০ বলে। ক্যারিয়ারে ষষ্ঠ, বাংলাদেশের বিপক্ষে কনওয়ের এটি তৃতীয় ফিফটি। এর আগেই গাপটিলের সঙ্গে জুটিতে ৫০ রান উঠে গেছে। 

০৩: ০৪ , অক্টোবর ১২

গাপটিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত

শেষ পর্যন্ত ইবাদত হোসেনের ফুলটসে ফিরলেন গাপটিল। 

আগের ওভার শুরুর আগে ২১ বলে গাপটিলের রান ছিল ১৮। সেটি পুষিয়ে দিয়েছিলেন প্রায়—শরীফুলকে চার-ছক্কার পর ইবাদতের প্রথম বলে চার মেরে। এরপর ফুলটসে তুলে মারতে গিয়ে ঠিক যেভাবে চেয়েছিলেন, খেলতে পারেননি। লং অনে ধরা পড়ার আগে করেছেন ২৭ বলে ৩৪ রান, ভেঙেছে ৫৪ বলে ৮২ রানের জুটি।

০৩: ১৫ , অক্টোবর ১২

সাকিবের ওভারে ১৮, ২০০-এর পথে নিউজিল্যান্ড

১৫ ওভারে ২ উইকেটে ১৪৩ রান, এমন স্কোর পর স্বাভাবিকভাবেই ২০০-এর দিকে নজর থাকার কথা নিউজিল্যান্ডের। সে পথে এগোচ্ছেও তারা। ১৬তম ওভার করতে আসা সাকিবের ওভারে উঠেছে ১৮ রান। পরপর দুই বলে স্লগ সুইপ করে দুটি ছক্কা মেরেছেন গ্লেন ফিলিপস। ৪ ওভার বাকি থাকতে ১৬১ রান তুলে ফেলেছে স্বাগতিকেরা। 

০৩: ১৮ , অক্টোবর ১২

থামলেন কনওয়ে

সাইফউদ্দিনের ধীরগতির বলে জায়গায় দাঁড়িয়ে ঘুরিয়ে খেলেছিলেন কনওয়ে, ডিপ মিডউইকেটে নাজমুল হোসেনকে পার করাতে পারেননি। যদিও দুই দফার চেষ্টায় সে ক্যাচ নিয়েছেন নাজমুল। কনওয়ে ফিরলেন ৪০ বলে ৬৪ রান করে, এর আগে ফিলিপসের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৭ বলে ৩৪ রান। 

এএফপি
০৩: ২২ , অক্টোবর ১২

সাইফউদ্দিনের জোড়া উইকেটের ওভার

আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গেছেন মার্ক চাপম্যান, সাইফউদ্দিনের বল আঘাত করেছে এ বাঁহাতির অফ স্টাম্পের একেবারে শীর্ষে। ৪ বলের মধ্যে ২ উইকেট! আগের ওভারে উঠেছিল ১৮ রান, সাইফউদ্দিনের করা ১৭তম ওভারে এল মাত্র ৫ রান। 

০৩: ২৬ , অক্টোবর ১২

ক্যাচ!

০৩: ৩২ , অক্টোবর ১২

১৯ বলে ফিফটি ফিলিপসের

আগের ওভারে মাত্র ৫ রান দেওয়া সাইফউদ্দিনকে এবার আর ছাড় দিলেন না গ্লেন ফিলিপস। নাকলবলে মিডউইকেট দিয়ে ছক্কার পর কাভার দিয়ে মেরেছেন আরেকটি, দুই ছক্কার পর এসেছে একটি চার। ওই শটেই ফিফটি হয়ে গেছে ফিলিপসের, মাত্র ১৯ বলেই।

০৩: ৩৭ , অক্টোবর ১২

কনওয়ের পর ফিলিপস ঝড়ে নিউজিল্যান্ডের ২০৮

বলটা ঠিক সেভাবে ওঠেনি, আড়াআড়ি খেলতে গিয়ে স্টাম্পে বল ডেকে এনে বোল্ড হলেন গ্লেন ফিলিপস। দেখা গেল ইবাদত হোসেনের স্যালুট। তবে এর আগেই বাংলাদেশের যা ক্ষতি করে গেছেন ফিলিপস, খেলেছেন ২৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৭তম ওভারে সাইফউদ্দিনের জোড়া আঘাতের পর নিউজিল্যান্ডকে ২০০-এর নিচে আটকে রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের, ফিলিপস সেটি হতে দেননি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড তুলেছে ৫ উইকেটে ২০৮ রান। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০০ পেরোল নিউজিল্যান্ড।

অ্যালেন ও কনওয়ের ২৬ বলে ৪৫ রানের জুটি শক্ত ভিত এনে দেয় নিউজিল্যান্ডকে। অ্যালেন ফিরলেও দলে ফেরা মার্টিন গাপটিলকে নিয়ে ভিতটা আরও শক্ত করেন ডেভন কনওয়ে। দুজন মিলে যোগ করেন ৫৪ বলে ৮২ রান। গাপটিল শুরুতে ভুগেছেন, এরপর পুষিয়ে নিয়েছিলেন অনেকটাই। অবশ্য তিনি ফিরলেও কনওয়ে ছিলেন আরও কিছুক্ষণ, থেমেছেন ১৭তম ওভারে এসে। ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কায় ৬৪ রান তাঁর।

তবে ফিলিপসকে দ্রুতই থামাতে পারেনি বাংলাদেশ। ২৫০ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি মেরেছেন ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা।

আজ পঞ্চম স্বীকৃত বোলার ছাড়াই নেমেছিল বাংলাদেশ, সে ভূমিকা পালন করেছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ওই ৪ ওভারে উঠেছে ৪৫ রান। তবে দিনটা সুবিধার যায়নি কোনো বাংলাদেশ বোলারের জন্যই। যে সাইফউদ্দিনকে দিনের সেরা বোলার বলতে হবে, তিনিও ওভারপ্রতি খরচ করেছেন ৯.২৫ করে রান।

০৩: ৫৭ , অক্টোবর ১২

ওপেনিংয়ে... লিটন দাস!

ব্রেকিং নিউজ—ওপেনিংয়ে ফিরেছেন লিটন দাস।

চোট কাটিয়ে ফেরার পর থেকেই তিনে খেলানো হচ্ছিল তাঁকে। আজ যখন আরেকজন স্বীকৃত ওপেনার সৌম্য সরকারকে খেলানো হলো, সে দিনই ওপেনিংয়ে ফিরলেন লিটন। নাজমুলের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন তিনি।

সর্বশেষ ৯ ম্যাচে বাংলাদেশের এটি ষষ্ঠ ওপেনিং জুটি!

০৪: ০২ , অক্টোবর ১২

ক্যাচ তুমি কার! 

ট্রেন্ট বোল্টের বলে টপ-এজে ক্যাচ তুলেছিলেন নাজমুল হোসেন। ক্যাচটি নিতে পারতেন উইকেটকিপার ডেভন কনওয়ে, বোলার ট্রেন্ট বোল্ট, মিডউইকেট ও মিডঅন থেকে আসা গ্লেন ফিলিপস বা মিচেল স্যান্টনারের যে কেউ। তবে কেউই নিলেন না। এই ডামাডোলে বেঁচে গেলেন নাজমুল। সেটি ইনিংসের তৃতীয় বলের ঘটনা। 

পরের ২ ওভারে এসেছে দুটি করে চার।

০৪: ০৫ , অক্টোবর ১২

দুই জীবনের পরও ব্যর্থ নাজমুল

০ রানেই জীবন পেয়েছিলেন, ১০ রানে দাঁড়িয়ে দ্বিতীয় জীবনটাও পেলেন নাজমুল। এবার মিড অনে মোটামুটি সহজ ক্যাচ ফেলেছেন অধিনায়ক টিম সাউদি। নাজমুল অবশ্য সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন, অ্যাডাম মিলনের বলটা আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে হারিয়েছেন স্টাম্প। বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে ২৪ রানে।

০৪: ১৮ , অক্টোবর ১২

ব্রেসওয়েলের প্রথম আঘাত, ফিরলেন লিটন

নিউজিল্যান্ডের আগের দুই ম্যাচের ম্যাচসেরা মাইকেল ব্রেসওয়েল এলেন, এসেই ফেরালেন লিটনকে। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে ঘুরিয়ে খেলতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েছেন ওপেনিংয়ে ফেরা লিটন, ১৬ বলে ২৩ রান করে। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৭ রানে। 

০৪: ২০ , অক্টোবর ১২

নতুন রেকর্ড

২০০৮ সালে করাচিতে টি-টোয়েন্টিতে প্রথম ‘২০০’ দেখেছিল বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিল স্বাগতিক পাকিস্তান। পাঁচ বছর পর ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশকে দ্বিতীয় ‘২০০’ উপহার দেয় নিউজিল্যান্ড। সেই কিউইরা আজ ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ২০০ করার নতুন রেকর্ড গড়ল।

আরও পড়ুন
০৪: ২৭ , অক্টোবর ১২

স্কোর: বাংলাদেশ ৮ ওভারে ৭৬/২

০৪: ৩৩ , অক্টোবর ১২

টার্গেট ব্রেসওয়েল?

আগের ম্যাচে সাতে নেমেছিলেন সাকিব, আজ এসেছেন চার নম্বরে। যোগ দিয়েছেন আরেক বাঁহাতি সৌম্য সরকারের সঙ্গে। ফলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা এক্ষেত্রে ভাবেননি তাঁরা। 

নেমেই মাইকেল ব্রেসওয়েলকে ক্রিজ ছেড়ে বেরিয়ে চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। এ অফ স্পিনারের ওপর চড়াও হয়েছেন সাকিব ও সৌম্য, দ্বিতীয় ওভারে এসেছে তিনটি চার। এর মধ্যে সাকিবের একটি শটে ক্যাচ উঠেছিল, তবে বাউন্ডারির বেশ ভেতরে থাকা ফিলিপস সেটির নাগাল পাননি। ফিল্ডিংয়ে খুব একটা ভালো দিন যাচ্ছে না স্বাগতিকদের। 

সাকিব-সৌম্যর জুটিতে প্রথম ২১ বলে উঠেছে ৩৯ রান। 

০৪: ৩৪ , অক্টোবর ১২

স্কোর: বাংলাদেশ ৯ ওভারে ৮৬/২

০৪: ৩৭ , অক্টোবর ১২

ফাঁদে পা দিলেন সৌম্য

ফাঁদটা পাতা ছিল, সৌম্য পা দিলেন তাতেই। মিলনের শর্ট বলে র‍্যাম্প শট খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়লেন ১৭ বলে ২৩ রান করে। ১০ ওভার শেষে ৯০ রান তুলতে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ, পরের ১০ ওভারে ৭ উইকেটে প্রয়োজন ১১৯ রান। 

০৪: ৪৮ , অক্টোবর ১২

আফিফ ব ব্রেসওয়েল

ক্রিজে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তবে এরপরই হয়তো বুঝলেন—বল যেখানে পড়ছে সেখানে পৌঁছাতে পারবেন না। আফিফ হোসেন তাই পুশ করতে গিয়েছিলেন। শেষরক্ষা হলো না তাতেও। ব্রেসওয়েলের ভেতরের দিকে ঢোকা বল আফিফের ব্যাট ফাঁকি দিয়ে ভাঙল স্টাম্প। নিউজিল্যান্ডের ‘ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম’ আঘাত করলেন আরেকবার। ৪ রান করে ফিরলেন আফিফ। কাছাকাছি সময়ে ২ উইকেট হারিয়ে চাপ বাড়ল বাংলাদেশের। 

০৪: ৪৮ , অক্টোবর ১২

বাংলাদেশ ১২ ওভারে ১০০/৪

০৪: ৫১ , অক্টোবর ১২

মিস

এএফপি
০৫: ০১ , অক্টোবর ১২

মিলনের তৃতীয় শিকার নুরুল

মিলনের ফুললেংথের বলটা ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে থাকা ফিলিপসের হাতে ধরা পড়লেন নুরুল। গতির কাছেই পরাস্ত হয়েছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। খুব একটা স্বস্তিতে ছিলেন না, অধিনায়ক সাকিবকেও খুব বেশি সঙ্গ দিতে পারলেন না। 

৩৪ বলে বাংলাদেশের প্রয়োজন ৮৯ রান। 

০৫: ০৫ , অক্টোবর ১২

সাকিবের ফিফটি

ব্যাকফুটে গিয়ে পুল করে সিঙ্গেল, তাতেই ক্যারিয়ারের ১১তম ফিফটি পেয়ে গেলেন সাকিব আল হাসান। নামার পর থেকেই দারুণ ইতিবাচক বাংলাদেশ অধিনায়ক, স্পিনারদের বিপক্ষে তাঁর শটের প্লেসমেন্টও ছিল আজ দুর্দান্ত। 

এএফপি
০৫: ১১ , অক্টোবর ১২

ছয় নয়, আউট

প্রায় ছয় হয়েই গিয়েছিল! শেষ পর্যন্ত হলো আউট। সাউদির বলে ইয়াসির আলীর টাইমিং ছিল বেশ ভালোই, তবে বলটা ওপরে উঠেছিল অনেক। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেই দূরত্বের দিক দিয়েই মার খেয়ে গেল সেটি। ওয়াইড লং অনে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একেবারে সীমানার ওপর ইয়াসিরের ক্যাচটি নিয়েছেন ব্রেসওয়েল। 

০৫: ১৬ , অক্টোবর ১২

দুর্দান্ত মিলনে

চোটের শঙ্কা কাটিয়ে ফেরার ম্যাচেই দুর্দান্ত মিলনে। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে আজ ৩ উইকেট নিলেন কিউই ফাস্ট বোলার। তাঁর গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। 

এএফপি
০৫: ২০ , অক্টোবর ১২

থামলেন সাকিব

সাউদির অফ স্টাম্পের বেশ বাইরে, প্রায় ওয়াইড নির্দেশক দাগঘেঁষা নাকল বলে বলে ব্যাট চালালেন সাকিব। এজড হলেন তাতেই। বেশ কিছুক্ষণ ধরেই প্রয়োজনীয় রান রেট নাগালের প্রায় বাইরেই চলে গেছে, তবে সাকিব লড়াই করছিলেন। বাংলাদেশ অধিনায়ককে থামতে হলো। ৪৪ বলে ৭০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৮টি চার, ১টি ছক্কা। 

০৫: ২৫ , অক্টোবর ১২

৪৮ রানে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। আগে ফিল্ডিং করে ২০৮ রান হজম করার পরই লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল সাকিব আল হাসানের দল। অধিনায়ক নিজে চেষ্টা করলেন ৪৪ বলে ৭০ রানের ইনিংসে। যথেষ্ট হলো না সেটি।

অ্যাডাম মিলনের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। মাইকেল ব্রেসওয়েলের ওপর শুরুতে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন সাকিবরা, তবে এ অফ স্পিনার ঠিকই নিয়েছেন ২ উইকেট। চারে নামা সাকিবকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ মিডল অর্ডারে। এমন রান তাড়ায় যে ধরনের জুটি প্রয়োজন, বাংলাদেশের সেটি হয়নি। ২০৮ রান তাড়ায় তারা থেমেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই। 

ফাইনাল খেলার আশা শেষ বলে নিউজিল্যান্ডে আগামীকালই শেষ ম্যাচ বাংলাদেশের। যেটিতে প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

০৫: ৩৮ , অক্টোবর ১২

ম্যাচশেষে যা বলছেন সাকিব

রান করলে তো ভালো লাগেই, তবে আজকের পিচটিও আলাদা ছিল। নিউজিল্যান্ড বড় স্কোর গড়েছে, আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম। হয়তো আর ১৫-২০ রান বেশি করে ম্যাচটা আরও কাছাকাছি নিয়ে যেতে পারলে ব্যাপারটি আদর্শ হতো। উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। শেষ তিন ম্যাচের দিকে তাকালে দেখবেন, আমরা নিয়মিত উইকেট হারিয়ে গেছি, মোমেন্টাম পাইনি। ফলে বাধ্য হয়ে ইনিংস গঠন করার দিকে মনযোগ দিতে হয়েছে। 
সাকিব আল হাসান, বাংলাদেশ অধিনায়ক