সেই প্রিয়াকেই বিয়ে করছেন রিংকু সিং

রিংকু সিং ও প্রিয়া সরোজছবি: ইনস্টাগ্রাম

ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। ২৬ বছর বয়সী প্রিয়া বর্তমানে লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য এবং নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী। তবে গত জানুয়ারি থেকে দেশটির ক্রিকেটাঙ্গনেও জড়িয়ে পড়েছে তাঁর নাম।

সেই সময় খবর এসেছিল, প্রিয়া সরোজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ভারত টি–টোয়েন্টি দলের ব্যাটসম্যান রিংকু সিং। তখন বিষয়টি দুই পরিবারের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন দুই পরিবারই রাজি। অর্থাৎ ২৭ বছর বয়সী রিংকু সংসদ সদস্য প্রিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন।

হিন্দুস্তান টাইমস, জি নিউজ, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৮ জুন রোববার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয় দুজন বাগ্‌দান সারবেন। আংটি বদল অনুষ্ঠান হবে সেখানকার একটি সাত তারকা হোটেলে। অবশ্য বিয়ের অনুষ্ঠান হতে অনেক দেরি। বেনারসে ১৮ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ার কথা রিংকু ও প্রিয়ার।

প্রিয়া সরোজ ভারতের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য
ছবি: ইনস্টাগ্রাম

বর–কনে দুজনেরই বাড়ি উত্তর প্রদেশে। মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু আলীগড়ের ছেলে আর সমাজবাদী পার্টির এমপি প্রিয়া বেনারসের মেয়ে। রিংকু ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। দুজনের পরিচয় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে। প্রিয়ার বাবার বন্ধু একজন সাবেক ক্রিকেটার, যিনি রিংকুকে অনেক আগে থেকেই চেনেন। তাঁর মাধ্যমেই দুজনের পরিচয় হয়। এক বছরের বেশি সময় ধরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। তাতে দুই পরিবারেরও সম্মতি আছে।

আরও পড়ুন

রিংকু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে তিনি খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন রিংকু। তবে এ বছর দলটি লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে রিংকু খুব একটা খারাপ করেননি। ১৫৩.৭৩ স্ট্রাইক রেটে, ২৯.৪২ গড়ে করেছেন ২০৬ রান। ১১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চারটিতে ছিলেন অপরাজিত।

এবারের আইপিএলে ১১ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চারটিতে অপরাজিত ছিলেন রিংকু সিং
ছবি: এএফপি

রিংকুর হবু বাগ্‌দত্তা প্রিয়া সরোজ রাজনীতিতে জড়িয়েছেন গত বছর। জৌনপুর জেলার মাছলিশহর আসনে বিজেপির এক বর্ষীয়ান নেতাকে ৩৫ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও একজন প্রবীণ রাজনীতিবিদ এবং উত্তর প্রদেশের কেরাকাট আসনের তিনবারের এমপি।

রাজনীতিতে নাম লেখালেও প্রিয়া পেশায় একজন আইনজীবী। দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর ভর্তি হন নয়ড়ার অমিতি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে এলএলবি ডিগ্রি নেন। এরপর ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও একজন রাজনীতিবিদ
ছবি: ইনস্টাগ্রাম

ক্রিকেটারের সঙ্গে রাজনীতিবিদের সংসার পাতানোর ঘটনা ভারতে নতুন নয়। ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিয়ে করেছেন রিভাবা সোলাঙ্কিকে। রিভাবা ২০২২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর উত্তর আসনে বিজেপি থেকে মনোনয়ন নিয়ে জয়ী হন।