আকাশ চোপড়ার বিশ্লেষণ, ‘বাংলাদেশের সুযোগ আছে, তবে কঠিন গ্রুপে পড়েছে’

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলপ্রথম আলো

বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপের একটিতে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বরাবরই দল হিসেবে শক্তিশালী, এই গ্রুপে চমকে দিতে পারে নেদারল্যান্ডস ও নেপালও।

নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে তো শ্রীলঙ্কাকে হারিয়েও দিয়েছে। ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন, বাংলাদেশের এবারের বিশ্বকাপে মৃত্যুকূপে পড়েছে। বাংলাদেশের পরের পর্বে যাওয়ার সুযোগ থাকলেও তাই কাজটা কঠিন বলে মনে করেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন চোপড়া। তিনি বাংলাদেশ দল নিয়ে বলেছেন, ‘শান্ত অধিনায়ক (নাজমুল), জাকের আলী, লিটন দাস, তানজিদ হাসানের মতো ব্যাটসম্যান আছে। দলে অনেক অলরাউন্ডার আছে। এদের মধ্যে ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান আছে। মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার আছে। ব্যাট হাতে সৌম্যর ভূমিকাটা আরও বেড়ে গেছে। কারণ, চোখের সমস্যার পর থেকে সাকিব ততটা ব্যাটিং করছে না।’

আকাশ চোপড়া এরপর যোগ করেছেন, ‘এদের স্পিনিং অলরাউন্ডার অনেক, সাকিব আল হাসান বা মেহেদী হাসান—এরা স্পিন বিভাগের দায়িত্ব সামলে নেবে। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব—এই হচ্ছে সমন্বয়।’

আরও পড়ুন

বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলে ৩ নম্বরে ব্যাটিং করেন নাজমুল হোসেন। ৩ নম্বরে বাংলাদেশের সর্বোচ্চ ৭টি ফিফটি করা সাকিব দলের সমন্বয় বিবেচনায় ব্যাটিং করেন মিডল অর্ডারে। চোপড়ার মতে, সাকিব নিচের দিকে ব্যাটিং করলে তাঁর সেরাটা দেখা যাবে না, ‘এদের কাছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আছে, তবে যদি সে নিচে ব্যাটিং করে তাহলে ঠিক তার মান অনুযায়ী সেরা পারফর্মটা আসবে না। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করার মতো নয়, ১৩০ স্ট্রাইক রেটে খেলার মতো।’

সাকিব না নাজমুল, কে ব্যাটিং করবেন তিন নম্বরে
শামসুল হক

ব্যাটিং নিয়ে চোপড়া এরপর বলেছেন, ‘ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতি আছে। এটা কাজেও লাগতে পারে, বিপক্ষেও যেতে পারে। তামিম ইকবাল, মুশফিকুর রহিমের কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। দেখতে হবে আপনাদের তরুণ ক্রিকেটাররা কেমন করবে।’

আরও পড়ুন

বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের সুযোগ আছে। তবে অনেক কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদি এই গ্রুপ থেকে বাংলাদেশ বের হতে পারে, তাহলে সুপার এইটে সহজ হবে। এ বিষয়টা মাথায় রাখতে হবে। এই দল কি সামনে যেতে পারবে? আমি বলতে পারব না। এটাও বলতে পারব না, এই দলটা সুপার এইট পর্যন্ত যেতে পারবে কি না। গ্রুপ অব ডেথে এই দলটা পড়েছে। কাজটা সহজ হবে না। শুভকামনা।’

বিশ্বকাপে চোপড়ার নজর বাংলাদেশের কোন কোন খেলোয়াড়ের ওপর থাকবে, সেটাও বলেছেন, ‘অধিনায়ক শান্ত (নাজমুল) খুব ভালো ক্রিকেটার। আমার ওকে ভালো লাগে। তাসকিনকে আমার ভালো লাগে। অলরাউন্ডার সৌম্যর ওপর ব্যাটিং ভূমিকা বেশি থাকবে। ওর ওপরে আমার চোখ থাকবে।’

আরও পড়ুন