এশিয়া কাপেও নেই মিরাজ, ফিরলেন নুরুল
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান, যিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে সুযোগ পেলেন। সাইফ হাসানও দলে এসেছেন। মেহেদী হাসান মিরাজ নেদারল্যান্ডস সিরিজে ছুটি নিয়েছেন। এশিয়া কাপের মূল দলে নেই তিনি, আছেন স্ট্যান্ডবাই তালিকায়। ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে। এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।