এশিয়া কাপের ট্রফি: সমাধান কবে?
এশিয়া কাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পার হলেও ট্রফি হস্তান্তর জটিলতা কাটেনি। ফাইনালে জয়ী ভারতকে ট্রফি তুলে দিতে চেয়েছিলেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে ভারত তাতে রাজি হয়নি। ট্রফিও পায়নি। বিসিসিআই মনে করে, নাকভির এমন আচরণে আইসিসি তাকে সতর্ক করতে পারে, এমনকি হারাতে পারেন বোর্ড পরিচালকের পদও। ট্রফিটি বর্তমানে দুবাইয়ে এসিসির কার্যালয়ে তালাবদ্ধ। নাকভি নিজে এসে ভারতীয় দলকে ট্রফি দেবেন বলে জানিয়েছেন।