তামিমবিহীন বাংলাদেশের ওপেনিং নিয়ে যে দুশ্চিন্তার কথা বললেন ওয়াসিম জাফর

লিটন–তানজিদই কি আজ ওপেন করবেনছবি: আইসিসি

আফগানিস্তান চ্যালেঞ্জ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দারুণ কিছু করার প্রত্যাশার কথা বলেছেন দুই দলের প্রতিনিধিরা। তবে দুই দলই একে অপরকে বেশ ভালোভাবে চেনে। জানা আছে একে অপরের শক্তি-দুর্বলতাও। তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তবে এই ম্যাচে বাংলাদেশের ওপেনিং নিয়ে দুশ্চিন্তার জায়গা দেখছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর। বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করার কথা বলেছেন জাফর। একই সঙ্গে লড়াইটা বাংলাদেশের মিডল অর্ডার বনাম আফগানিস্তানের স্পিনারদের মধ্যেই দেখছেন তিনি।

ধর্মশালার উইকেটে টস জিতলে বিশেষ সুবিধা পাওয়া যাবে কি না, জানতে চাইলে জাফর বলেছেন, ‘এই মাঠটা ভালো। বিশ্বের সবচেয়ে সুন্দর মাঠও বলা যায়। ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক হবে। মাঠও খুব বেশি বড় নয়। আমরা এখানে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করতে পারি। শুরুর ১০-১৫ ওভার অবশ্য উইকেটের কারণে ফাস্ট বোলাররা কিছুটা সুবিধা পাবে। শুধু ফাস্ট বোলারই নয়, আর্দ্রতার কারণে স্পিনাররাও কিছুটা সুবিধা পাবে। এরপর উইকেট ভালো হতে থাকবে। আর এই টুর্নামেন্টে যে দল টস জিতবে, তারা রান তাড়া করাকেই হয়তো বেছে নেবে। এখন পর্যন্ত তেমনটাই আমরা দেখেছি।’

বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ নিয়ে জানতে চাইলে, বিশেষ কোনো পরীক্ষা-নিরীক্ষা না করার তাগিদ দিয়ে জাফর বলেছেন, ‘তামিম ইকবালের ব্যাপারে সবাই জানেন। অবসর নিয়ে নিয়েছিলেন, এরপর তাঁকে ডাকা হলো এবং আবার বাদ দেওয়া হলো। আর এখন যে খেলবে, সে একেবারে নতুন খেলোয়াড়। আর লিটন দাসের ফর্মও গত এক-দেড় বছর যেমন ছিল, তেমন নেই। এ জায়গাগুলো তাদের ঠিক করতে হবে। এরপর সাকিব-মুশফিক আছে। মাহমুদউল্লাহকেও তারা দলে নিয়েছে। মিডল অর্ডার-লোয়ার মিডল অর্ডার ভালো আছে। তবে এরপরও ওপেনিং জুটি অনেক গুরুত্বপূর্ণ। যদি ওপেনাররা ভালো শুরু এনে দেয়, তবে বড় সংগ্রহ করার সুযোগ বেড়ে যায়।’

ওপেনিং জুটিতে লিটনের সঙ্গে তানজিদ তামিম নাকি মিরাজকে অগ্রাধিকার দিচ্ছেন, জানতে চাইলে জাফর বলেছেন, ‘আমার মনে হয়, তারা তানজিদ তামিমকে বেছে নেবে। সেটাই উচিত, কারণ সে ভালোই খেলছে। আর খুব বেশি অদলবদল করার মনে হয় দরকারও নেই। আমরা দেখেছি, বাংলাদেশ ম্যাচ হারলে অনেক অদলবদল করে। এটা হওয়া উচিত নয়।’

আফগানিস্তানের স্পিন বনাম বাংলাদেশের মিডল অর্ডারের লড়াই হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাফর বলেছেন, ‘বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। মুজিবকে আমরা দেখেছি পাওয়ারপ্লেতে বল করতে। রশিদ তো চ্যালেঞ্জ দেবেই। তবে ৫০ ওভারে সে অত ভালো না, যতটা টি-টোয়েন্টি ম্যাচে ভালো। তাই চ্যালেঞ্জ তার জন্যও আছে। তবে সব মিলিয়ে আমার মনে হয়, রশিদ ও মুজিব বাংলাদেশের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জে ফেলবে।’