৯ বছর পর টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের

৫১ বলে অপরাজিত ৭৫ রান করেন অধিনায়ক নিগার সুলতানাফাইল ছবি

শেষ ওভারে জয়ের জন্য দরকার ৮ রান। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ফিফটি করে ক্রিজে থিতু। ভালো খেলছিলেন রিতু মনিও। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানাবিরার করা শেষ ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচটাকে হাতের নাগালে নিয়ে আসেন রিতু মনি। সেই ওভারে রিতু মতি রান আউট হলেও ঠাণ্ডা মাথায় বাকি কাজটা সারেন নিগার। ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

৬ উইকেট দারুণ জয় এসেছে নিগারের হাত ধরে। দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চার নম্বরে নেমে ৫১ বলে ৭ চার ও ২ ছয়ে করেছেন অপরাজিত ৭৫ রান। টি-টোয়েন্টিতে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের হারায় বাংলাদেশের মেয়েরা। জয়টাও এসেছে রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ১৪২ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই ওপেনার শামিমা সুলতানা (৫) ও অভিষিক্ত রুবাইয়া হায়দার (৯) পাওয়ার প্লে’তেই আউট হন। এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৪০ বলে ৫১ রান যোগ করেন নিগার। সোবহানার ব্যাট থেকে আসে ১৭ রান।

বাকি পথটা রিতু মনিতে নিয়ে পাড়ি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দুজন মিলে ৫০ বলে ৭১ রানের জুটি গড়েন। তবে জুটিতে দ্রুত রান তোলার দায়িত্বটা ছিল নিগারেরই। ১৪৭ স্ট্রাইক রেটের ইনিংসে সে দায়িত্বটা পালন করেন অধিনায়ক।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক চামিরা আতাপাত্তুর ৩৮ ও হার্শিতা সামারাবিক্রমার ৪৫ রানে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৪৫ রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন ফাহিমা খাতুন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ১-০ ব্যবধানে। একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ