default-image

কয়েক দিন আগে সুস্মিতা সেন মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিটা তাঁর কন্যাদের সঙ্গেই কাটাচ্ছেন বলে জানা গিয়েছিল। কিন্তু আজ জানা গেল, সুস্মিতার সফরসঙ্গী হিসেবে সেখানে আরও একজন ছিলেন।

default-image

আজ লন্ডন থেকে টুইটারে কিছু ছবি পোস্ট করেছেন মোদি। সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সাম্প্রতিক দুটি ছবি আর অতীতে তোলা দুটি ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে দুর্দান্ত একটা সফর শেষে করে মাত্রই লন্ডনে ফিরলাম।’ কোথায় কোথায় ঘুরেছেন, সেটা হ্যাশট্যাগ দিয়েও বুঝিয়ে দিয়েছেন—মালদ্বীপ, সারদিনিয়া। সুস্মিতার সঙ্গে ছবি দেওয়ার রহস্যও জানিয়ে দিলেন টুইটে, ‘সঙ্গে আরও ছিল আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেন। অবশেষে নতুন জীবনের নতুন শুরু। আনন্দে ভেসে যাচ্ছি।’

default-image

৫৬ বছর বয়সী মোদির টুইটে তাঁর ‘অর্ধাঙ্গিনী’ (বেটার হাফ) শব্দ ব্যবহার করা ইঙ্গিত দিচ্ছিল, দুজনের বিয়ে হয়ে গেছে। টুইটে অনেকেই সে প্রসঙ্গে প্রশ্ন করছিলেন। মোদি তাই সবাইকে আবার জানাতে বাধ্য হয়েছেন, এখনো ৪৬ বছর বয়সী সুস্মিতার সঙ্গে সম্পর্কটা কাগজে-কলমে গড়ায়নি। তবে শিগগির এমন কিছু যে হতে পারে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন, ‘পরিষ্কার করেই বলি। এখনো বিয়ে করিনি। এখনো শুধু প্রেম করছি। একদিন অবশ্য সেটাও হবে।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন