সিলেট টেস্ট: নাহিদ রানার অভিষেক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন পেস বোলার নাহিদ রানাকেপ্রথম আলো

রাতে বৃষ্টি হয়েছে। সকালে সিলেটের ঘুম ভেঙেছে গোমড়া আকাশের নিচে। সকাল সাড়ে ৮টার দিকে রোদ উঠেছে। শ্রীলঙ্কা দল এর আগেই মাঠে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে মাঠে বাংলাদেশ দলও।

টস হয়েছে সময়মতোই। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয় তরুণ পেসার নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। শরীফুল গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন। টানা সাদা বলের ক্রিকেট খেলা এই বাঁহাতি পেসারের লাল বলে বোলিং বলতে আজ সকালে টেস্টের আগে যতটুকু। তারপরও পেস আক্রমণ একেবারেই অনভিজ্ঞ হয়ে যায় দেখেই হয়তো খেলানো হচ্ছে তাঁকে।

বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।

টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছেন। সিদ্ধান্তটা একটু চমকে দেওয়ার মতোই। সর্বশেষ দেশের মাটিতে কোনো টেস্টে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করেছিল সেই ২০১৫ সালে। মিরপুরের সেই টেস্ট ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই মিরপুর আর এই সিলেটের মাঝখানে বাংলাদেশ দেশে ২৭টি টেস্ট খেলেছে, এর মধ্যে টসে জিতেছে ১৪টিতে। সব কটিতেই বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। সিলেটের সবুজ উইকেট অবশ্যই এর কারণ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
প্রথম আলো

তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’

আরও পড়ুন