শাদাবের মনে হচ্ছে, ভারতে নয় পাকিস্তান রাওয়ালপিন্ডিতে খেলছে

পাকিস্তানের সহ–অধিনায়ক শাদাব খানছবি: এএফপি

বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে ভেন্যু নিয়ে একটি প্রত্যাশা জানিয়ে রেখেছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি—ভারতের কন্ডিশন পাকিস্তানের মতো হবে! ভারতে পা রেখে উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশিও হয়েছেন বাবর আজমরা।

এরই মধ্যে ভারতের মাটিতে একটি অনুশীলন ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচে ৩৪৫ রান তুলেও বাবরের দল হেরেছে ৫ উইকেটে। এরপরও পাকিস্তান দলে একটা স্বস্তি। হায়দরাবাদে সেই ম্যাচে যে তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডির কন্ডিশন অনুভব করেছে!

প্রস্তুতি ম্যাচটির পর শাদাব সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভারতের কন্ডিশন এখন পর্যন্ত পাকিস্তানের মতোই মনে হয়েছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে, এমনকি আমাদের মনে হয়েছে যে রাওয়ালপিন্ডিতে খেলছি।’

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম–আপ ম্যাচ খেলেছে পাকিস্তান
ছবি: এএফপি

ভারতে বিশ্বকাপ জিততে কোন দলকে কী করতে হবে, এ নিয়েও কথা বলেছেন শাদাব। বিশ্বকাপ জয়ের মন্ত্র হিসেবে শাদাব কী বলেছেন, শোনা যাক তাঁর কণ্ঠেই, ‘আমি মনে করি, যে দলের বোলিং ভালো, তারাই এখানে বিশ্বকাপ জিতবে। কারণ, এখানকার কন্ডিশনে ফ্ল্যাট উইকেট থাকবে এবং বাউন্ডারি ছোট।’

আরও পড়ুন

শাদাব এরপর পাকিস্তানের সম্ভাবনা নিয়ে বলেন, ‘আমাদের বিশ্বমানের বোলার আছে। আমি মনে করি, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের বোলারদের সত্যিকার অর্থে খুব ভালো বোলিং করতে হবে।’

বিশ্বকাপে আসার আগে খুব একটা ছন্দে ছিলেন না শাদাব। সর্বশেষ ৮ ওয়ানডের ৬ ইনিংসে ব্যাটিং করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব। এই ছয় ইনিংসে মাত্র ১০৩ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ১০টি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৬ রান করেছেন, বোলিং করেননি।

আরও পড়ুন

নিজের ফর্ম নিয়ে শাদাব বলেছেন, ‘আমার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তবে (এশিয়া কাপের পর) আমি অনেক বিশ্রাম নিয়েছি। অনেক ক্রিকেট খেললে আপনি মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত থাকবেন এবং পারফর্ম করতে পারবেন না।’
শাদাব এরপর যোগ করেন, ‘নিশ্চিত করেই স্কিলের বিষয় আছে। তবে প্রয়োজনীয় বিশ্রাম পাওয়ায় আমি মানসিক সমস্যাটা কাটিয়ে উঠেছি। আর যা হয়ে গেছে, তা এখন অতীত।’