দীপ্তিকে প্রতারক বলে তোপের মুখে আসিফ

পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফফাইল ছবি

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল, চলছে পাকিস্তান-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজে জমে উঠেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। কিন্তু এসব নয়, ক্রিকেট–বিশ্বে এখন আলোড়ন লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মেয়েদের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে।

আরও পড়ুন

ঝুলন গোস্বামীর বিদায়ের সেই ম্যাচে ইংল্যান্ডের শার্লট ডিনকে মানকাডিং করেন ভারতের দীপ্তি শর্মা। রান তাড়া করতে নামা ইংল্যান্ডের ইনিংসের ৪৪ ওভারের খেলা চলছিল। ৩৮ বলে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। সেই সময় একটি রান নেওয়ার জন্য নন–স্ট্রাইকে থাকা ডিন বল ছাড়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। দীপ্তি বল ডেলিভারি না দিয়ে রান আউট করেন ডিনকে।

ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ‘মানকাড’ আউট ইংল্যান্ডের শার্লি ডিন
ছবি: টুইটার

এই আউটকে অনেকেই দেখেন ক্রিকেটের চেতনার পরিপন্থী হিসেবে। কিন্তু সম্প্রতি এই আউটকে সাধারণ রান আউটের অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি। এরপরও ম্যাচের অমন সময়ে এমন একটি আউট মেনে নিতে পারেনি ইংল্যান্ডের মেয়েরা। ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস বিষয়টিকে ভালোভাবে না নেওয়ার কথা বলেছেন।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। তারই অংশ হিসেবে টুইটারে নিজের মত দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। দীপ্তিকে তিনি ‘প্রতারক’ বলে অভিহিত করেছেন। এ মন্তব্য করে যেন ফেঁসে গেছেন স্পষ্ট ফিক্সিংয়ের দায়ে শাস্তি ভোগ করা পাকিস্তানের ফাস্ট বোলার। তাঁকে নিয়ে সমানে ট্রল করা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আসিফ তাঁর টুইটে লিখেছেন, ‘আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তার বোলিং করার কোনো ইচ্ছাই ছিল না। সে নন–স্ট্রাইকার ব্যাটারকে প্রতারণা করার দিকেই মনোযোগী ছিল। এটা অন্যায্য এবং ভয়ংকর নেতিবাচকতা।’

আসিফের এই টুইটের পর ভারতের ক্রিকেট–সমর্থকেরা বেজায় চটেছেন। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘ফিক্সার বলছে চেতনার কথা...পরিহাসেরও সীমা থাকে।’

আরও পড়ুন

আরেকজন লিখেছেন, ‘অল্প কিছু টাকার জন্য যে ক্রিকেটার তাঁর দেশের সঙ্গে প্রতারণা করেছেন, তিনি কিনা ভদ্রলোকের মতো কথা বলছেন। ভাই, আপনি ঠিক আছেন তো?’ আরও অনেকে অনেকভাবেই আসিফকে ট্রল করেছেন।