সম্প্রচার শেষ ২৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টি: ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

১৫: ৪৩ , নভেম্বর ২৭

৩৯ রানে হেরেছে বাংলাদেশ

৩৯ রানের হার দিয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেম। চট্টগ্রামে আজ প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪২ রান করতে পারে বাংলাদেশ।

রান তাড়ায় ৫ রানে ৩ ও ১৮ রানে ৪ উইকেট খোয়ায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় এক প্রান্ত ধরে রাখলেও একবারও হয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। অলআউট না হওয়াটাই হয়ে রইল সান্ত্বনা।

৫০ বলে ৮৩ রান করেছেন তাওহিদ হৃদয়
বিসিবি

হৃদয় ৫০ বলে ৮৩ রানের অপরাজিত না থাকলে হারের ব্যবধানটা আরও বড়ই হতো। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের নিজের সর্বোচ্চ ইনিংস খেলার পথে ৭টি চার ও ৩টি ছক্কা মেরেছেন হৃদয়।

বাংলাদেশ ৭৪ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেট শরীফুল ইসলামকে নিয়ে ৪৮ রান যোগ করেন হৃদয়। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যা এই উইকেটেবাংলাদেশের সর্বোচ্চ জুটি।

আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি–টোয়েন্টি এটিই তাঁর সেরা বোলিং।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার।

সংক্ষিপ্ত স্কোর

আয়ার‍ল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টার্লিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরীফুল ১/৪২)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯ (হৃদয় ৮৩*, জাকের ২০, শরীফুল ১২; হামফ্রিস ৪/১৩, ম্যাকার্থি ৩/২৩, অ্যাডাইর ২/২০)।
ফল: আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু হামফ্রিস
১৫: ৩১ , নভেম্বর ২৭

৯ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ১৮ ওভারে ১২২/৯

ম্যাচ জিততে ১ উইকেট দরকার আয়ারল্যান্ডের। বাংলাদেশের দরকার ১২ বলে ৬০ রান। ১৮তম ওভারের পঞ্চম বলে ম্যাকার্থিকে ছক্কা মারা শরীফুল ইসলাম পরের বলেও ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়েছেন। ১২২ বলে ৯ উইকেট হারাল বাংলাদেশ। ১৩ বলে ১২ রান করেছেন শরীফুল। অন্য পাশে তাওহিদ হৃদয় অপরাজিত আছেন এই সংস্করণে ক্যারিয়ার–সর্বোচ্চ ৬৬ রান করে।

১৫: ২২ , নভেম্বর ২৭

১০০ ছুঁয়েছে বাংলাদেশ, হৃদয়ের ফিফটি

বাংলাদেশ: ১৬ ওভারে ১০০/৮

১৬তম ওভারে ৫০ ছুঁয়েছেন তাওহিদ হৃদয়, ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। হৃদয়ের এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পঞ্চম ফিফটি।

১৪: ৫৪ , নভেম্বর ২৭

এক ওভারে ৩ উইকেট হামফ্রিসের, ৮ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ১৩ ওভারে ৭৪/৮

বিপদ আরও বেড়েছে বাংলাদেশের। ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। ত্রয়োদশ ওভারের প্রথম বলে হামফ্রিসের বলে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়েছেন তানজিম হাসান (৬ বলে ৫ রান)।

উইকেটে এসেছেন রিশাদ হোসেন। তবে তিন বল পরেই আউট হয়েছেন এই লেগ স্পিনার। হামফ্রিসের বলে এলবিডব্লু হয়েছেন তিন বলে কোনো রান করতে না পারা রিশাদ। ৭৪ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের।

পরের বলেই নাসুম আহমেদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আইরিশদের অষ্টম উইকেট এনে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। পরের বলে তাঁকে হ্যাটট্রিক বঞ্চিত করেছেন শরীফুল ইসলাম।

১৪: ৪৮ , নভেম্বর ২৭

৫ উইকেট নেই বাংলাদেশের, জাকেরও গেলেন

বাংলাদেশ: ১২ ওভারে ৭১/৫

দ্বাদশ ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন জাকের আলী। ৬৬ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। ১৬ বলে ২০ রান করেছেন জাকের। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৪৮ রান যোগ করেছেন তিনি।

১৪: ৩৮ , নভেম্বর ২৭

প্রথম ছক্কা হৃদয়ের

বাংলাদেশ: ১০ ওভারে ৫৯/৪

দশম ওভারে এসে প্রথম ছক্কার দেখা পেল বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে সেটি। লেগ স্পিনার গ্যারেথ ডেলানির করা প্রথম বলে লং অন দিয়ে ছক্কাটি মেরেছেন হৃদয়।

ওভারের পঞ্চম বলেও ছক্কা খেয়েছেন ডেলানি। এবার মেরেছেন জাকের আলী। পঞ্চম উইকেটে ৪১ রান যোগ করেছেন দুজন। জাকের ১২ বলে ১৭ ও হৃদয় ২১ বলে ২৯ রানে ব্যাট করছিলেন।

৬০ বলে ১২৩ রান দরকার বাংলাদেশের।

১৪: ২৫ , নভেম্বর ২৭

সাইফও গেলেন, ৪ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ৬ ওভারে ২০/৪

৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ
বিসিবি

একের পর এক উইকেট হারাচ্ছে। তানজিদ, লিটন ও পারভেজের পর গেলেন সাইফ হাসানও। ষষ্ঠ ওভারে দারুণ এক বলে সাইফকে বোল্ড করেছেন আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থি।

১৮ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ১৩ বলে ৬ রান করে ফিরলেন সাইফ। উইকেটে এখন তাওহিদ হৃদয় ও জাকের আলী।

১৪: ০৯ , নভেম্বর ২৭

৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ৪ ওভারে ৮/৩

পারভেজ হোসেনও গেলেন। ৫ রানে ৩ উইকট হারাল বাংলাদেশ। চতুর্থ ওভারে তৃতীয় বলে তুলে মারতে গিয়ে জর্জ ডকরেলের ক্যাচ হয়েছেন ৬ বলে ১ রান করা পারভেজ। অ্যাডাইর পেলেন দ্বিতীয় উইকেট।

১৩: ৫৯ , নভেম্বর ২৭

অধিনায়কও গেলেন

বাংলাদেশ: ২ ওভারে ৪/২

যথাসম্ভব বাজে শুরুই হলো বাংলাদেশের। প্রথম ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় ওভারে আউট অধিনায়ক লিটন দাস। ৩ বলে ১ রান করে দলকে ৪ রানে রেখে ফিরলেন লিটন। পেসার মার্ক অ্যাডাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম টেক্টরের ক্যাচ হয়েছেন লিটন।

১৩: ৫৪ , নভেম্বর ২৭

প্রথম ওভারেই আউট তানজিদ

বাংলাদেশ: ১ ওভারে ৪/১

শুরুটা ভালো হলো না বাংলাদেশের। রান তাড়ায় নেমে পঞ্চম বলে উইকেট হারিয়েছে দলটি। মিড অনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে ক্যাচটি নিয়েছেন হ্যারি টেক্টর। ২ রানের প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ২টি রানই তানজিদের।

১৩: ৩৮ , নভেম্বর ২৭

১৮২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

তানজিম হাসানের করা শেষ ওভারে ১৭ রান তুলেছে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস শেষ করল আইরিশরা। চট্টগ্রামে এর চেয়ে বেশি রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি জয়ের উদাহরণ মাত্র একটি। ২০১৪ বিশ্বকাপে ১৯০ রানের লক্ষ্য ছুঁয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড।

শেষ ওভারে দুটি ছক্কা মারা হ্যারি টেক্টর আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকা টেক্টর মেরেছেন ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান তাঁর ভাই টিম টেক্টরের।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪১ রান দিয়েছেন তানজিম হাসান।

সংক্ষিপ্ত স্কোর

আয়ার‍ল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টার্লিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরীফুল ১/৪২)।
১৩: ২৭ , নভেম্বর ২৭

দারুণ এক ক্যাচ নিয়ে ক্যাম্ফারকে ফেরালেন পারভেজ

আয়ারল্যান্ড: ১৮ ওভারে ১৫৯/৪

১৮তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ক্যাচ নিয়ে কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়েছেন পারভেজ হোসেন। তানজিম হাসানের বলে ওঠা ক্যাচটি অনেকটা দৌড়ে পুরো শরীর শূন্যে ভাসিয়ে নিয়েছেন পারভেজ। ক্যাচটি ঠিকঠাক হয়েছে কি না, সেটি টিভি রিপ্লে দেখে নিশ্চিত হয়ে আউট ঘোষণা করেছেন থার্ড আম্পায়ার।

১৭ বলে ২৪ রান করেছেন ক্যাম্ফার। ১৪৯ রানে ৪ উইকেট হারাল আয়ারল্যান্ড।

এই ওভারে ১৫০ ছুঁয়েছে আয়ারল্যান্ড, ৫০ ছুঁয়েছেন হ্যারি টেক্টর।

১৩: ২২ , নভেম্বর ২৭

বাংলাদেশের বিপক্ষে আইরিশদের দলীয় সর্বোচ্চ

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান হয়ে গেছে আয়ারল্যান্ডের। ১৭ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান তুলেছে দলটি। আগের সর্বোচ্চ ১৪৫/৬, ২০১২ সালে বেলফাস্টে।
১৩: ১৩ , নভেম্বর ২৭

আয়ারল্যান্ড ১৫ ওভারে ১২৭/৩

শেষ ৫ ওভারে কত রান তুলতে পারবে আয়ারল্যান্ড? ১৫ ওভারে শেষে দলটির স্কোর ১২৭/৩। হ্যারি টেক্টর ৪৪ ও কার্টিস ক্যাম্ফার ৮ রানে ব্যাট করছিলেন।

১৩: ০৩ , নভেম্বর ২৭

টাকারকে ফিরিয়ে তৃতীয় উইকেট এনে দিলেন শরীফুল

আয়ারল্যান্ড: ১৩ ওভারে ১০৭/৩

লোরকান টাকারকে পারভেজ হোসেনের ক্যাচ বানিয়ে দলকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন শরীফুল ইসলাম। ১৩তম ওভারে তৃতীয় বলে আউট হলেন ১৪ বলে ১৮ করা টাকার। ১০৫ রানে তৃতীয় উইকেট হারাল আইরিশরা।

১৩: ০০ , নভেম্বর ২৭

১২ ওভারে ১০০ আইরিশদের

আয়ারল্যান্ড: ১২ ওভারে ১০৪/২

দ্বাদশ ওভারে ১০০ রানের মাইলফলক ছুঁয়েছে আয়ারল্যান্ড। নাসুম আহমেদের করা ওভারের পঞ্চম বলে চার মেরে দলকে ১০০ এনে দেন লোরকান টাকার।

১২: ৪০ , নভেম্বর ২৭

টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ

আয়ারল্যান্ড: ১০ ওভারে ৭৭/২

টিম টেক্টরকে ফিরিয়েছেন রিশাদ হোসেন
বিসিবি

ভাঙল আন্তর্জাতিক ক্রিকেটে টেক্টর ভাইদের প্রথম জুটি। টিম টেক্টরকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। লং অনে ক্যাচটি নিয়েছেন তানজিদ। ২৪ বলে ৩১ রান এসেছে টেক্টর ভাইদের জুটিতে। ৭১ রানে দ্বিতীয় উইকেট তুলে নিল বাংলাদেশ।

১২: ৩৪ , নভেম্বর ২৭

প্রথম ছক্কা হ্যারি টেক্টরের

আয়ারল্যান্ড: ৮ ওভারে ৭০/১

সপ্তম ওভারে প্রথম ছক্কা খেয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের করা পঞ্চম বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন হ্যারি টেক্টর।

তানজিমের করা পরের ওভারে একটি চার মেরেছেন টিম টেক্টর।

১২: ২৮ , নভেম্বর ২৭

পাওয়ার প্লেতে ৪৮ রান আইরিশদের

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং এসে ৩ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১ উইকেটে ৪৮ রান নিয়ে ওভারটা শেষ করে আয়ারল্যান্ড।

১২: ২১ , নভেম্বর ২৭

বোলিংয়ে এসেই স্টার্লিংকে ফেরালেন তানজিম

আয়ারল্যান্ড: ৫ ওভারে ৪৫/১

তানজিম হাসান প্রথম উইকেট নেওয়ার পর
বিসিবি

বোলিংয়ে এসেই দ্বিতীয় ওভারে উইকেট পেয়ে গেলেন তানজিম হাসান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে পল স্টার্লিংকে ফিরিয়েছেন এই পেসার। টাইমিং মিস করে আকাশে তুলেছিলেন স্টার্লিং, সাইফ হাসান নিয়েছেন ক্যাচটি।

৪০ রানে প্রথম উইকেট হারাল আয়ারল্যান্ড। স্টার্লিং ফিরলেন ১৮ বলে ২১ করে। ওভারে এসেছে ৫ রান।

উইকেটে এখন দুই টেক্টর। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম জুটি বাঁধলেন টেক্টর ভাইয়েরা।

১২: ১৩ , নভেম্বর ২৭

টিম টেক্টরের টানা তিন চার

আয়ারল্যান্ড: ৩ ওভারে ৩৩/০

শরীফুলের করা তৃতীয় ওভারের প্রথম তিন বলেই চার মেরেছেন টিম টেক্টর। প্রথমটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে, পরের দুটি মিডউইকেট দিয়ে। ওভারের শেষ বলেও চার মেরেছেন হ্যারি টেক্টরের সহোদর।

ওভারে উঠেছে ১৮ রান, ১৮ রানই টিম টেক্টরের।

১২: ০৯ , নভেম্বর ২৭

আইরিশদের ভালো শুরু

আয়ারল্যান্ড: ২ ওভারে ১৫/০

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের করা দ্বিতীয় ওভারে ৭ রান তুলেছে আয়ার‍্যলান্ড। ওভারের চতুর্থ বলে চার মেরেছেন ১৫৪ ম্যাচে অভিজ্ঞ পল স্টার্লিং।

১২: ০৬ , নভেম্বর ২৭

প্রথম ওভারে দুই বাউন্ডারি আইরিশদের

আয়ারল্যান্ড: ১ ওভারে ৮/০

বাঁহাতি পেসার শরীফুল ইসলামের করা প্রথম ওভার দুটি বাউন্ডারি মেরেছে আয়ার‍ল্যান্ড। দুটিই মেরেছেন পল স্টার্লিং। প্রথমটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ও দ্বিতীয়টি কাভার দিয়ে।

১১: ৫৪ , নভেম্বর ২৭

টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

১১: ৩৫ , নভেম্বর ২৭

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
বিসিবি

টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি। বাংলাদেশের সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের তৃতীয় ম্যাচের দল থাকা ১১ জনের তিনজন নেই এই ম্যাচে। আজ একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। আজ নেই নুরুল হাসান, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড দলে খেলছেন দুই ভাই, টিম টেক্টর ও হ্যারি টেক্টর।

বাংলাদেশ দল

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।
১১: ২৮ , নভেম্বর ২৭

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতম

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি ম্যাচই।

বাংলাদেশ নিজেদের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচটা খেলেছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের তিন ম্যাচেই গ্যালারি ভর্তি দর্শক ছিল। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি শুরুর আগে গ্যালারির অর্ধেকও এখনও ভরেনি।