ইংল্যান্ডে কোহলির ‘১৮’ পরে প্রথম ম্যাচেই সূর্যবংশীর বেধড়ক পিটুনি

বৈভব সূর্যবংশীইনস্টাগ্রাম

কী শুরু করলেন বৈভব সূর্যবংশী! টি-টোয়েন্টির মেজাজ থেকে যেন বেরই হতে পারছেন না এই ওপেনার।

আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন। মাত্র ৭ ম্যাচ খেলেই ক্রিকেট–দুনিয়ায় আলোড়ন তুলেছেন। ২০০–এর বেশি স্ট্রাইক রেট নিয়ে রান করেছেন ২৫২।

আইপিএল শেষে ওয়ানডে ক্রিকেটেও এই ওপেনার যেন টি-টোয়েন্টি মেজাজেই আছেন। হোভে কাল যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ইংল্যান্ডের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ভারত ৬ উইকেটে পেরিয়ে যায় ২৬ ওভার হাতে রেখে।

ইংল্যান্ডের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে কালই প্রথম খেললেন সূর্যবংশী। ৩ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা ভারত যুব দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে ৪৫ বলে ৭১ রানের জুটি গড়েন।

ভারত জিতেছে ৬ উইকেটে
বিসিসিআই

আয়ুশ ২১ রান করেছেন। ১৭৫ রানের লক্ষ্যে ওপেনিং জুটি এমন হলে খেলার আর কি বাকি থাকে! এদিন ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়ে খেলেন দেশটির জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের ইনিংসে রকির ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৫৬ রান।

আরও পড়ুন

সূর্যবংশীর আরও একটি বিষয় এদিন সবার চোখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনাও হচ্ছে। কাল সূর্যবংশী ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। ভারতীয় ক্রিকেটে ১৮ নম্বর জার্সি কেন বিখ্যাত, সেটি তো আর বলতে হবে না নিশ্চয়ই! এটি বিরাট কোহলির জার্সি নম্বর।

এমনিতে আইপিএলে বিরাট কোহলির মতো ১৮ নম্বর জার্সি পরতে দেখা যায়নি সূর্যবংশীকে। তখন বাঁহাতি এই ওপেনারের জার্সি নম্বর ছিল ১২। ইংল্যান্ড ও ভারত যুবাদের সিরিজটি পাঁচ ম্যাচের। বাকি চার ম্যাচেও সূর্যবংশীর ব্যাটে রান দেখা যেতে পারে।

আরও পড়ুন