দিল্লিতেও মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নারছবি: টুইটার

আইপিএলে মোস্তাফিজুর রহমান সেরা সময় কাটিয়েছেন ২০১৬ আসরে। সেবার মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। বোলিং আক্রমণের সেরা অস্ত্র হিসেবে মোস্তাফিজের সঙ্গে অধিনায়ক ওয়ার্নারের রসায়নও ছিল চমৎকার।

অর্ধযুগ পর আবারও মোস্তাফিজের অধিনায়কের দায়িত্বে ওয়ার্নার। দুজনই এখন দিল্লি ক্যাপিটালসে খেলেন। আজ ক্যাপিটালসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ আসরে দিল্লিকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার।

আরও পড়ুন

এ ছাড়া সহ–অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় অক্ষর প্যাটেলের নাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী দিল্লির ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে কাজ করবেন। সৌরভ এর আগে দলটির মেন্টর হিসেবে ছিলেন।

আইপিএলের গত আসরে দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্ত। বাঁহাতি এ উইকেটকিপার–ব্যাটসম্যান গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন। বর্তমানে পুনর্বাসনে থাকা পন্ত এবারের আসরে খেলতে পারছেন না।

তাঁর জায়গায় দায়িত্ব পেয়ে ওয়ার্নার বলেন, ‘ঋষভকে আমরা মিস করব। সে দুর্দান্ত অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা আমার ওপর আস্থা রেখেছেন বলে। এই দল আমার ঘরের মতো। এমন একটি সর্বোচ্চ প্রতিভাবান খেলোয়াড়ে ভরা দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’

আরও পড়ুন

দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ বলেন, ‘বিগত কয়েক মাস এই ফ্র্যাঞ্চাইজির নারী দল এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করেছি। এবার আইপিএলে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। আশা করি সামনের কয়েক মাস ভালো কিছু হবে।’

ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে খেলেন
ছবি: টুইটার

বাংলাদেশের মোস্তাফিজ গত মৌসুমে দিল্লিতে ছিলেন। বাঁহাতি এ পেসারকে তারা এ বছরও রেখে দিয়েছে। আইপিএলের ১৬তম আসর শুরু হবে ৩১ মার্চ, চলবে ২৮ মে পর্যন্ত।

আরও পড়ুন