ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ল্যানিং

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং।ছবি: এএফপি

সদ্যই কমনওয়েলথ গেমসে দেশকে সোনার পদক উপহার দিয়েছে অস্ট্রেলীয় নারী ক্রিকেট দল। আনন্দের রেশ কাটতে না কাটতেই এল ঘোষণাটা। দলের অধিনায়ক মেগ ল্যানিং অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন। ফক্স নিউজ জানিয়েছে, তাঁর এ সিদ্ধান্ত কার্যকর হবে অবিলম্বেই।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেগ ল্যানিং ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।’ ইংল্যান্ডের দ্য হানড্রেডে তাঁর ট্রেন্ট রকেটসের হয়ে খেলার কথা ছিল। এই টুর্নামেন্ট থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন।

আপাতত নিজেকে সময় দিতে চান ল্যানিং। গত দুই বছরের ব্যস্ত ক্রিকেটসূচিতে ক্লান্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন অস্ট্রেলিয়াকে এখন পর্যন্ত ১৭১টি ম্যাচে নেতৃত্ব দেওয়া ল্যানিং, ‘গত দুই বছরের সূচি খুবই ঠাসা ছিল। আমি সিদ্ধান্তটা নিয়েছি নিজেকে কিছু সময় দেওয়ার জন্য। সিদ্ধান্তটি নিতে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে সহায়তা করেছে, আমার পাশে থেকেছে, সে জন্য কৃতজ্ঞতা। আমি বিরতির সময়টা কিছুটা নিজের মতো করে কাটাতে চাই। এ ব্যাপারেও সবার সহযোগিতা কাম্য।’

নিজেকে সময় দিতে চান ল্যানিং
ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়ার মেয়েদের উইংয়ের হেড অব পারফরম্যান্স শন ফ্লেগার বলেছেন, ‘আমরা মেগকে নিয়ে গর্বিত। আমাদের মনে হয়েছে তাঁর কিছুটা বিশ্রামের প্রয়োজন। আমরা তাঁর এই সময়ে তাঁকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাব।’

এ বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পরবর্তী আন্তর্জাতিক সিরিজ। ল্যানিংয়ের ঘোষণা এল এমন সময়ে, যখন ঠাসা সূচিতে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছেন ক্রিকেটাররা। সর্বশেষ বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। পরিবারকে সময় দেওয়ার সঙ্গে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।