ছবির গল্পে লিটন–সালমানের ট্রফি উন্মোচন

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ। একই মাঠে পরের ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন। এ সময় ট্রফি হাতে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও পাকিস্তানের সালমান আগা। ট্রফি উন্মোচনের এই ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক—
১ / ৬
ট্রফির পাশে লিটন। বাংলাদেশ অধিনায়ক কি পারবেন সিরিজ শেষে ট্রফি উঁচিয়ে ধরতে
২ / ৬
ট্রফি মাঝে রেখে হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক। তবে শিরোপা নিয়ে লড়াইটা নিশ্চিতভাবে এই ছবির মতো প্রীতিময় হবে না
৩ / ৬
লিটন দাশ ও সালমান আগা দুজনের হাত যখন ট্রফিতে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই ট্রফি
৪ / ৬
ট্রফি উন্মোচনের আগে শাদা কাপড়টি নামিয়ে দিচ্ছেন দুই দলের অধিনায়ক লিটন দাশ ও সালমান আগা
৫ / ৬
ক্রিকেট বল দিয়ে বানানো দৃষ্টি নন্দন এই ট্রফিটিই সিরিজ শেষে তুলে দেওয়া হবে বিজয়ী দলের হাতে
৬ / ৬
মাঝখানে ট্রফি রেখে দুই পাশে বাংলাদেশ অধিনায়ক লিটন দাশ ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আগামীকাল থেকে এই ট্রফির জন্যই লড়বে দুই দল