তাসকিনকে দেখে শিখেছেন ইংলিশ পেসাররাও

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদছবি: শামসুল হক

প্রথম ওয়ানডেতে ৯ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান, উইকেট নিয়েছেন ১টি। দ্বিতীয় ওয়ানডেতে খরুচে (১০ ওভারে ৬৬) বোলিং করলেও বাংলাদেশ দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পেসার তাসকিন আহমেদের বোলিংটা শুধু পরিসংখ্যান দিয়ে পুরোপুরি তুলে ধরা একটু কঠিনই।

তাসকিন বল করেছেন নতুন বলে, মাঝের ওভারে এবং ডেথ ওভারে। তিন রকম পরিস্থিতিতেই তাঁকে বোলিংয়ে এনেছেন অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ হারলেও বিভিন্ন পরিস্থিতিতে তাসকিনের মানিয়ে নেওয়ার দক্ষতা ছাপ ফেলেছে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের মধ্যেও। ইংল্যান্ড দলের ফাস্ট বোলার মার্ক উড আজ সেটাই বললেন।

আরও পড়ুন
প্রথম ম্যাচে সে আমাদের সিম বোলিং বিভাগকে দেখিয়েছে কোন জায়গায় আসলে বল করা উচিত। আমি, জফরা (আর্চার) ও (ক্রিস) ওকস... আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু নিয়েছি
তাসকিনকে নিয়ে ইংলিশ পেসার মার্ক উড

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা উডের মুখে শোনা গেল তাসকিনের প্রশংসা, ‘তাসকিন খুবই ভালো করছে। আমি একা নই, সে সবার মধ্যেই ছাপ ফেলেছে। (আমাদের) পুরো দলই বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্ক উড
ছবি: শামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে ইনিংসের শুরুতে ইংলিশ পেসারদের লাইন-লেংথ ছিল এলোমেলো। তবে দ্বিতীয় ম্যাচে উন্নতি আসে তাতে। উড বলেছেন, এতে নাকি তাসকিনেরও ভূমিকা ছিল, ‘সে খুব জোরে বল করেছে, ভালো লেংথে বল রেখেছে। প্রথম ম্যাচে সে আমাদের সিম বোলিং বিভাগকে দেখিয়েছে কোন জায়গায় আসলে বল করা উচিত। আমি, জফরা (আর্চার) ও (ক্রিস) ওকস... আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু নিয়েছি।’

আরও পড়ুন
আরও পড়ুন

প্রতিপক্ষ হলেও আগামীকাল শেষ ওয়ানডেতেও তাসকিনের আগুনে বোলিং দেখতে চান উড, ‘সে যেই জায়গায় বল করেছে, আমাদের সেটা চাপে রেখেছে। এমন নয় যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিংও করেছে। দেখে খুবই ভালো লেগেছে। সব ব্যাটসম্যান বলেছে, সে খুব ভালো পারফর্ম করেছে। আমি চাই না সে পরের ম্যাচেও ভালো করুক এবং অনেক উইকেট নিক (হাসি)। তবে আমি এটাও চাই না যে কেউ বাজে খেলুক।’

প্রথম ওয়ানডেতে ১টি, দ্বিতীয় ওয়ানডেতে ৩টি উইকেট নেন তাসকিন
ছবি: প্রথম আলো

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে উপমহাদেশের মাটিতে এটিই ইংল্যান্ডের সর্বশেষ ওয়ানডে সিরিজ। সে জন্য বাংলাদেশের মাটিতে এই সিরিজ জয় ইংল্যান্ডের জন্য বড় অর্জন। সিরিজ-পূর্ব আলোচনায় সব ধরনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার যে পরীক্ষার কথা বলা হচ্ছিল, সে পরীক্ষায় লেটার মার্ক পেয়েই পাস করেছে ইংলিশরা।

এবার বাংলাদেশকে ধবলধোলাই করে সিরিজ শেষ করার পালা। উডও বলছিলেন, ‘আমাদের সব ধরনের উইকেটের জন্যই প্রস্তুত হতে হবে। টার্নিং উইকেটেও আমরা মানিয়ে নিতে পারি, শেষ দুটি জয় সেদিক থেকে খুবই তৃপ্তির।’

আরও পড়ুন