পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই ফখর, ডাক পেলেন শান মাসুদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তানএএফপি

বাবর আজমকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি ফখর জামানের। এশিয়া কাপের ফাইনালে হাঁটুতে চোট পান তিনি, আপাতত রিজার্ভ হিসেবে রাখা হয়েছে এ ওপেনারকে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার শান মাসুদ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম। রাখা হয়েছে লন্ডনে হাঁটুর চোটের পুনর্বাসনে থাকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকেও।

হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন আফ্রিদি। এর ফলে এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না তাঁকে।

ফখর জামান
ছবি: এএফপি

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ফখর জামান ও শাহনেওয়াজ দাহানি। চোট তো পেয়েছেনই, এ বছর ফর্মটাও সুবিধার যাচ্ছে না ফখরের। চলতি বছরে ৭ ম্যাচ খেলে ১৩.৭১ গড়ে রান করেছেন মাত্র ৯৬। এশিয়া কাপেও ছিলেন চূড়ান্ত ব্যর্থ। তাই তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা ছিল বেশ কিছু দিন ধরে।

২১টি টি- টোয়েন্টি খেলা হায়দার এ বছর পাকিস্তানের হয়ে কোনো ম্যাচ না খেললেও জায়গা ধরে রেখেছেন। ক্যারিয়ারে হায়দার করেছেন ৩টি ফিফটি, গড় ২৩.৮৮।

অন্যদিকে শান মাসুদের সুযোগ পাওয়াটা অনুমিতই ছিল। লাল বলের ক্রিকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে করেছেন ১০০০–এর বেশি রান। ঘরোয়া টি টোয়েন্টিতেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন। পাকিস্তান সুপার লিগের গত মৌসুমে ৪৭৮ নিয়ে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি বছরে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি–টোয়েন্টি ব্লাস্টেও ছিলেন দারুণ সফল। ৪৫.৫৮ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে রান করেছেন ৫৪৭।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দীর্ঘ সময় শুধু টেস্ট খেলোয়াড় হিসেবেই বিবেচিত হয়েছেন শান মাসুদ। টেস্ট খেলেছেন ২৫টি। ওয়ানডে অভিষেক হয়েছিল টেস্ট অভিষেকের প্রায় ছয় বছর পর। খেলেছেন ৫টি ওয়ানডে, যার সর্বশেষটি ২০১৯ সালে।

বিশ্বকাপ দল নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘আমরা এমন একটা দল দিয়েছি, যারা টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করতে পারে। আমরা ২০২১ বিশ্বকাপে খেলা বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছি।’

বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই বিশ্বকাপের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি