সিরিজ বাংলাদেশের, ব্যাটিং-বোলিংয়ে সেরা কারা

সিরিজজয়ের পর ফ্রেমবন্দি বাংলাদেশ ক্রিকেট দল।বিসিবি

প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে—শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি সিরিজেই হেরেছিল বাংলাদেশ। তবে টি–টোয়েন্টি সিরিজে ফল বদলে দিয়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে হারলেও টানা দুই ম্যাচে জয় তুলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের সিরিজ জিতেছে বাংলাদেশ।

দলগত এই জয় এসেছে ব্যক্তিপর্যায়ের ভালো পারফরম্যান্সের সুবাদে। সিরিজে মোট তিনটি ফিফটি হয়েছে, দুটিই বাংলাদেশের ব্যাটসম্যানদের। মোট ছক্কা হয়েছে ৩৩টি, বাংলাদেশেরই ২০টি। সিরিজ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ পাঁচেও তাই বাংলাদেশের খেলোয়াড়দেরই আধিক্য।

ব্যাটিংয়ে সেরা ৫

রানের দিক থেকে ব্যাটিংয়ে সেরা পাঁচের তিনজনই বাংলাদেশের। এর মধ্যে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করা লিটন দাস এবং তৃতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করা তানজিদ হাসানের পাশাপাশি আছেন তাওহিদ হৃদয়। এর মধ্যে শেষ ম্যাচে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হৃদয় ও তানজিদ। আর সিরিজের তিন ম্যাচে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলে সিরিজ–সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বোলিংয়ে সেরা ৫

সিরিজে হয়েছে তিন ম্যাচ, কিন্তু এক ম্যাচ খেলেই শীর্ষ বোলারদের তালিকায় ১ নম্বরে উঠে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান। শেষ টি–টোয়েন্টিতে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সিরিজে ৪ উইকেট নেওয়া অন্য বোলারও বাংলাদেশের—রিশাদ হোসেন।

আরও পড়ুন