মিনহাজুল-হাবিবুলদের চোখে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের জন্য। কেন এই হার? বিশ্বকাপের আগে এই হতাশা থেকে বের হয়ে আসতেই বা কী করা উচিত? বিশেষজ্ঞদের কথা থেকে সেসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা—

দ্রুত মানিয়ে নিতে পারেনি

মিনহাজুল আবেদীন

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের হেরে বসা হতাশাজনক। প্রথম ম্যাচটা খারাপ হতে পারে, কারণ ওখানকার কন্ডিশনে আমরা অভ্যস্ত নই। খেলোয়াড়েরা দ্রুত মানিয়ে নিতে পারেনি, এই একটা কারণ হতে পারে। কিন্তু দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স বেশি হতাশাজনক। যদিও শেষ ম্যাচে সেটা কাটিয়ে উঠেছে। বিশ্বকাপের আগের ম্যাচগুলো ভালো খেলতে এই জয় সাহস জোগাবে।

টি-টোয়েন্টিতে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মোমেন্টাম এখানে খুবই গুরুত্বপূর্ণ, ইমপ্যাক্টটা সঠিক জায়গায় করছেন কি না সেটাও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের কোথাও যদি একটু সমস্যা থাকে, তাহলে তা কাটিয়ে ওঠা কঠিন। তবে এই দলটাই এক-দেড় বছর অনেক ভালো ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি সংস্করণে। খেলোয়াড়েরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারলে বিশ্বকাপে ভালো কিছু হতেও পারে।

শেষ ম্যাচে এসে রেকর্ডগড়া বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান
বিসিবি

শেষ ম্যাচের জয়টা গুরুত্বপূর্ণ

হাবিবুল বাশার

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক

প্রথম দুটি ম্যাচে মনে হয়েছে দল আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। সমস্যাটা আসলে জিম্বাবুয়ে সিরিজেই ধরা পড়েছে। জিম্বাবুয়ে দলটা খুব ভালো ছিল না। তাদের সঙ্গে ৪-১–এ জিতে যাওয়ায় খুব একটা ভাবতে হয়নি। কিন্তু সেই সিরিজেও কোনো জয়ই সহজে আসেনি। যুক্তরাষ্ট্রের প্রথম দুটি ম্যাচেও তা থেকে বের হতে পারিনি। এ জন্য শেষ ম্যাচের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, যখন সব শেষ হয়ে যায়, তখন সেরাটা বেরিয়ে আসে। আমি খুশি যে সেটা এসেছে।

বিশ্বকাপের আগে আরও দুটি ম্যাচ আছে। এই ছন্দটা পেয়েছি, সেটা ধরে রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচে যেতে পারলে ভালো হবে। বাংলাদেশের দুটি ওয়ার্মআপ ম্যাচের প্রথমটিই যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই দলটাকেই আমাদের আরেকবার হারাতে হবে। জয়টা যে দাপুটেই হতে হবে, তা বলছি না। তবে নিজেদের কাজটা ঠিকঠাকমতো করে জিততে হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে আবারও হারাতে হবে

নাজমূল আবেদীন

ক্রিকেট বিশ্লেষক ও কোচ

বাংলাদেশ দলের সমস্যা দুটি। প্রথমত, আত্মবিশ্বাসের তীব্র অভাব, সেটি দলীয় এবং ব্যক্তিগত দুদিকেই। দ্বিতীয়ত, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারলেও শেষ ম্যাচের বিশাল জয় দলকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে। তবে আত্মবিশ্বাসের পারদটা যে জায়গায় থাকার কথা সেখানে নেই, কেবল একটি জয় হয়তো সে জন্য যথেষ্ট নয়।

আরও পড়ুন

শেষ ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যানদের চমৎকার পারফরম্যান্স ফর্মে না থাকা ব্যাটসম্যানদের কতটা সাহস জোগায়, সেটিও দেখার বিষয়। পরবর্তী প্রস্তুতি ম্যাচ পর্যন্ত দলকে চাঙা রাখার জন্য এই বড় জয় অত্যন্ত জরুরি ছিল। এখন মনে হচ্ছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি ম্যাচ খেলতে পারায় ভালোই হবে। তাদের সঙ্গে আবারও ভালো ব্যবধানে জয়ী হলে সেটি দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও সাহায্য করবে।