মুরালির বায়োপিকের ট্রেলার প্রকাশ করলেন টেন্ডুলকার

মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শচীন ও জয়াসুরিয়াছবি: এএফপি

সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। সিনেমা নিয়ে কথা তো হবেই। তবে যাঁকে নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা, তার নাম যদি হয় মুত্তিয়া মুরালিধরন, তাহলে সেই আলোচনায় ক্রিকেটই তো প্রাধান্য পাবে, হয়েছেও তাই। আজ মুরালিধরনের জীবনী নিয়ে নির্মিত ‘৮০০’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে।

মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার উন্মোচন করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। খেলোয়াড়ি জীবনে অনেক স্মৃতি মুরালি তাঁর কথাতে তুলে ধরেছেন। শচীন তাঁর বল ঠিকঠাকভাবে খেললেও আরেক ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় যে তাঁর বল বুঝতে পারতেন না, সেই কথা জানিয়েছেন মুরালি।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে মুরালি বলেছেন, ‘শচীন আমার বলটাও ভালোই বুঝতে পারত। খুব বেশি মানুষ তা পারেনি। ব্রায়ান লারারও আমার বিপক্ষে সফলতা আছে। তবে ও আমার বলে হিট করত না। রাহুল দ্রাবিড় সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, তবে আমার বল বুঝতে পারত না। এমনকি আমার দলেরও কেউ আমার বল বুঝতে পারত, কেউ পারত না।’

মুরালিকে প্রশংসায় ভাসিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন
ছবি: এএফপি

টেস্টে একমাত্র বোলার হিসেবে ৮০০ উইকেট নিয়েছেন মুরালি। ওয়ানডেতে তাঁর উইকেট ৫৩৪টি। এই দুই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই বোলারকে প্রশংসায় ভাসিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন, ‘নেটে অনেক অনুশীলন করে মুরালি দুসরা শিখেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দুসরা করার আগে ১৮ মাস নেটে অনুশীলন করেছে মুরালি।’

ব্যক্তি মুরালি তামিলদের সংগ্রাম, বিদ্রোহের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। ক্রিকেটার মুরালিকেও ১৯ বছরের ক্যারিয়ারে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে চাকিংয়ের অভিযোগ নিয়ে। মুরালির ক্যারিয়ারের এই বিতর্কিত অধ্যায়ও দেখা যাবে এই বায়োপিকে। ৩ মিনিট ৭ সেকেন্ডের ট্রেলারটিতে দেখা গেছে, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলা হওয়ার ওই ঘটনাও। এ ছাড়া শ্রীলঙ্কার ক্রিকেট ও মুরালির ক্যারিয়ারে অর্জুনা রানাতুঙ্গার প্রভাব কতটা তাঁর ঝলকও দেখা গেছে ট্রেলারে। আর মুরালির ব্যক্তিজীবনের লড়াই তো আছেই।

শুরুতে মুরালির চরিত্রে বিজয় সেতুপাতির অভিনয় করার কথা থাকলেও বায়োপিকটিতে মুরালির চরিত্রে দেখা যাবে মধুর মিত্তালকে। এর আগে তিনি অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ অভিনয় করেছেন। এমএসএস শ্রীপতির লেখা ও পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে মুভি ট্রেন মোশন পিকচার্স ও বিবেক রাঙ্গাচারি। আগামী ৬ অক্টোবর ছবিটি তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।