হাবিবুলের আশা, দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না

গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনছবি: এএফপি

প্রথম ইনিংসে ১৪৮, পরের ইনিংসে অপরাজিত ১২৫। গল টেস্টে এভাবেই জ্বলে উঠেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল।

এমন পারফর্ম করা ব্যাটসম্যানের আবার খারাপ দিন আসতে পারে। আর সেটা হলে আবার নাজমুলের সমালোচনা হবে না বলে আশা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

আরও পড়ুন

সমালোচকদের জন্য নাজমুল প্রিয়পাত্র। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুলকে নিয়ে অনেক ট্রল হয়। হাবিবুল বাশার আজ আবার সেই প্রসঙ্গ তুলেছেন। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে (নাজমুল) নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
ফাইল ছবি

বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক বাশার বলেছেন, নাজমুলের ব্যাটিংয়ে এত দিন সমালোচনার চাপ দেখেছেন তিনি। বাশার বলেছেন এভাবে, ‘আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে।’

আরও পড়ুন

জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজ ফিরলে দলের কম্বিনেশন কী হবে? এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘মিরাজ ফিরলে পাঁচজন বোলার নিয়ে খেলাতে পারি। সে ক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমাতে হবে। তাতে সমস্যা হবে না। কারণ, মিরাজের ব্যাটসম্যানদের মতো পারফর্ম করার সামর্থ্য আছে। এনামুল হক পারফর্ম করে দলে এসেছেন।’