বিপিএল ‘ভালো করতে’ ক্রিকেট-ভক্তদের সঙ্গেও বসবে বিসিবি
বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবে বিসিবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা-সমালোচনার কমতি থাকে না। টুর্নামেন্টের পরের আসরে তা কমিয়ে আনতে চায় বিসিবি। সেই প্রস্তুতিও বেশ আগেভাগেই শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ জন্য বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবেন তাঁরা।
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। ওই হিসাবে হাতে আর মাস পাঁচেক সময় বাকি আছে। আগামী সপ্তাহেই অংশীজনদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম।
আমরা স্পনসর ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গেও আলোচনায় বসব। একটা আবেদনপ্রক্রিয়া করে সমর্থকদেরও সম্পৃক্ত করার চেষ্টা করব। যেখানে আমরা বোঝার চেষ্টা করব, ভক্তরা কী কী দেখতে চায়।
বোর্ড পরিচালকদের সভার পর আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে স্টেকহোল্ডারদের অংশগ্রহণটা আরও ইনক্লুসিভ করার জন্য আগামী সপ্তাহ থেকে বিপিএল সম্পর্কে একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেকহোল্ডার থেকে। বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিকদের সঙ্গে একটা পরামর্শমূলক প্রোগ্রাম করব। ক্রিকেটার, কোচ ও টেকনিক্যাল স্টাফ নিয়ে হবে আরেকটা গ্রুপ (আলোচনার জন্য)। আগের ফ্র্যাঞ্চাইজি মালিক, বিসিবির সঙ্গে যাদের কোনো ঝামেলা নাই, তাদের সঙ্গেও আলোচনা করব।’
সমর্থকদের সম্পৃক্ত করা নিয়ে মাহবুব আনাম বলেন, ‘আমরা স্পনসর ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গেও আলোচনায় বসব। একটা আবেদনপ্রক্রিয়া করে সমর্থকদেরও সম্পৃক্ত করার চেষ্টা করব। যেখানে আমরা বোঝার চেষ্টা করব, ভক্তরা কী কী দেখতে চায়।’
বিপিএলের আগামী আসর আয়োজনের দায়িত্ব স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দিতে চান বলে আগেই জানিয়েছিল বিসিবি। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ওই প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি। বিভিন্ন অংশীজনদের কাছ থেকে নেওয়া মতামতও পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মাহবুব আনাম।
এ ছাড়া এখন তিন পরিচালককে নিয়ে করা বিপিএলের গভর্নিং কাউন্সিলে ক্রিকেট–সংশ্লিষ্ট ব্যক্তি, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও বিপণন বিশেষজ্ঞ নেওয়া হবে বলে জানিয়েছেন মাহবুব আনাম। আগামী অক্টোবরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আয়োজন করার আশার কথা শুনিয়েছেন তিনি।
আগস্টে মিডিয়া, ডিজিটাল ও ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির প্রক্রিয়া শেষ হবে বলে আশা গভর্নিং কাউন্সিলের। অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজন করতে চায় তারা। এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। তা পরে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মাহবুব আনাম।