ভক্তের জন্য নিউইয়র্ক পুলিশকে রোহিতের অনুরোধ

সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাএএফপি

ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং, শরীফুল ইসলামের ভালো বোলিং এবং তাঁর চোটে পড়া, বাংলাদেশের শম্ভুক গতির ব্যাটিং—গতকাল রাতে বাংলাদেশ–ভারত প্রস্তুতি ম্যাচে অনেক কিছুই দেখার ছিল। ক্রিকেটীয় বিষয়ের বাইরের কিছু ঘটনাও ঘটেছে ম্যাচটি চলাকালে। বিরাট কোহলি না খেললেও তাঁকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস এর একটি।  

তবে একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা তাঁর এক ভক্তের প্রতি নিউইয়র্ক পুলিশকে দয়া দেখাতে বলেছেন। ওই ভক্তকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন।

আরও পড়ুন

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে কাল ম্যাচ চলাকালে রোহিতের এক ভক্ত হঠাৎই মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে ওই ভক্ত মাঠে ঢুকে ঠিকই রোহিতের কাছে পৌঁছে যান। প্রিয় তারকাকে জড়িয়েও ধরেন ক্ষণিকের জন্য। এরপর নিউইয়র্কের পুলিশ সদস্যরা এসে রোহিতের ওই ভক্তকে টেনেহিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যান।

ওই ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ টেনে নিয়ে যাওয়ার সময় রোহিত তাঁদের সঙ্গে কথা বলেন। হাতকড়া পরিয়ে ওই ব্যক্তিকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁদের প্রতি অতটা কঠোর না হয়ে একটু দয়া দেখাতে বলেন রোহিত। একই সঙ্গে রোহিত নাকি ওই ব্যক্তির প্রতি পুলিশকে ক্ষমাশীল হওয়ার অনুরোধও করেন।

আরও পড়ুন

রোহিতের টানে মাঠে তাঁর ভক্তদের ঢুকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে দুবার এমনটা হয়েছে। গত ফেব্রুয়ারিতে হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে পৌঁছে তাঁর পা স্পর্শ করেছিলেন। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচেও এক ভক্ত মাঠে ঢুকে রোহিতের কাছে গিয়েছিলেন।

আরও পড়ুন